Panchayat Election 2023: দিনহাটায় সন্ত্রাস, বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।
পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পূর্ববর্তী হিংসায় বলি হচ্ছেন একের পর এক। এবার সন্ত্রাসের আঁচ কোচবিহারের (Cooch Behar) দিনহাটায়। বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। মৃত ব্যক্তির নাম শম্ভু দাস। শনিবার গভীর রাতে শম্ভুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। মৃতের বৌদি বিশাখা দাস দিনহাটার (Cooch Behar's Dinhata) কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী। আর তাই এই খুনের পিছনে রাজনৈতিক উদ্দেশ রয়েছে বলে মনে করছেন দাস পরিবার।
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত মালদা, তৃণমূল নেতাকে পিটিয়ে খুন
রবিবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শম্ভুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে চারিদিকে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
দাস পরিবারের দাবি, মাঝ রাতে কয়েকজন ব্যক্তি এসে ডেকে নিয়ে যায় শম্ভুকে। খুব বিপদ যেতে হবে এক্ষুনি, এই বলে নিয়ে গিয়েছিল তাঁকে। ওই লোকেদের শম্ভু চিনতেন তাই অনায়াসেই তাঁদের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন ওই রাতেই। ছল করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
যদিও খুনের অভিযোগ একেবারেই অস্বীকার করেছে শাসকদল। দিনহাটার (Dinhata) তৃণমূল কংরেস বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) দাবি, এ সবের সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। যদিও এই খুনের পিছনের প্রকৃত কারণ ব্যক্তিগত হিংসা নাকি রাজনৈতিক স্বার্থ তা খতিয়ে দেখছে পুলিশ।