Bardhaman: ব্যাঙ্কের লকার থেকে গায়েব প্রায় ৩৫ লাখ টাকার গয়না!

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (Bank) লকার থেকে গায়েব প্রায় ৩৫ লাখ টাকার গয়না (Ornaments)। বর্ধমানের (Bardhaman) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঘটনা। এক গ্রাহক অভিযোগ করেছেন, লকার থেকে তাঁর ৬০-৭০ ভরির গয়না খোওয়া গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সোনার গয়না (Photo credits: Pixabay)

বর্ধমান, ১৮ অক্টোবর: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (Bank) লকার থেকে গায়েব প্রায় ৩৫ লাখ টাকার গয়না (Ornaments)। বর্ধমানের (Bardhaman) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঘটনা। এক গ্রাহক অভিযোগ করেছেন, লকার থেকে তাঁর ৬০-৭০ ভরির গয়না খোওয়া গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এবিপি আনন্দ-র খবর অনুযায়ী, পবিত্র সামন্ত নামে এক গ্রাহকের দাবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাদামতলা শাখায় প্রায় ৪০ বছর আগে তিনি একটি লকার ভাড়া নেন। ২০১৮ সালের অক্টোবরে লকারটি শেষবার ব্যবহার করেন। এরপর বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে গিয়ে তিনি দেখেন লকার ভাঙা, খোওয়া গেছে প্রায় ৬০-৭০ ভরি গয়না। বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আরও পড়ুন: Nirmal Maji: করোনা আক্রান্ত নির্মল মাজি, ফের ভর্তি হাসপাতালে

লকার থেকে গয়না উধাও হওয়ার নেপথ্যে ব্যাঙ্ক কর্মীদের হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও কিছু জানায়নি।



@endif