Tab Scam: পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাট! শিক্ষক সহ ১১ জন গ্রেফতার
রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতির ঘটনা, ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ঢুকছে অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে!
কলকাতা: রাজ্য জুড়ে পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাট (Tab Scam)। কলকাতা, বর্ধমান, মালদার পর এ বার ট্যাবের টাকা লোপাট হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং গঙ্গাসাগরে। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ঢুকল অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, সরকারি পোর্টাল হ্যাক করে একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাট করা হয়েছে। ট্যাবস্কাম কাণ্ডে আজ মালদহ থেকে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সুব্রত বসাক। তিনি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক ছিলেন। ঘটনায় শিক্ষক সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
খাস কলকাতাতেও ট্যাব জালিয়াতির ঘটনা ঘটেছে। ট্যাবের টাকা না পেয়ে শহরের ১০ থানায় অভিযোগ দায়ের করেছেন একশোরও বেশি পড়ুয়া। জালিয়াতির অভিযোগ ওঠেছে ভবানীপুর, জোড়াবাগান, জোড়াসাঁকো, গল্ফগ্রিন, যাদবপুরের মতো এলাকায়। সব জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ৭৮১ পড়ুয়ার টাকা লোপাট হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ দায়ের হয়েছে ঝাড়গ্রামে।
মালদহ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ-
উল্লেখ্য, এর আগে রাজ্যে সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ওয়েসিস স্কলারশিপের টাকা শাসকদলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।