Nobel Laureate Abhijit Vinayak Banerjee is in Kolkata: কলকাতায় নোবেলজয়ী, স্মৃতির শহরে পা রেখেই শুভেচ্ছায় ভাসলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে কলকাতায় ফিরলেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। বিশ্বজয় করে ঘরের ছেলে ফিরে এসেছেন, কলকাতা (Kolkata) বিমানবন্দরের উদ্বেলিত ভিড় একসঙ্গে অভিজিৎবাবুকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের পাইলট থেকে ক্রু মেম্বার সকলেই নোবেলজয়ীর সঙ্গে ছবি তুলতে চান। তাদের নিরাশ করেননি অভিজিৎবাবু।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Photo Credit: Twitter)

কলকাতা, ২২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে কলকাতায় ফিরলেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। বিশ্বজয় করে ঘরের ছেলে ফিরে এসেছেন, কলকাতা (Kolkata) বিমানবন্দরের উদ্বেলিত ভিড় একসঙ্গে অভিজিৎবাবুকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের পাইলট থেকে ক্রু মেম্বার সকলেই নোবেলজয়ীর সঙ্গে ছবি তুলতে চান। তাদের নিরাশ করেননি অভিজিৎবাবু। মঙ্গলবার সাতটা বেজে কুড়ি মিনিটে কলকাতা বিমান বন্দরে পা রাখেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হয়ে তাঁর অনুপস্থিতিতে রাজ্যসরকারের তরফে মেয়র ববি হাকিম ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অভিজিৎবাবুকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। যখন বিমানবন্দরের মধ্যে শুভেচ্ছায় ভাসছেন নোবেলজয়ী, তখন দমদমের সাধারণ বাসিন্দরা বাইরেই ভিড় করে দাঁড়িয়ে আছেন।

একবার নোবেলজয়ী ঘরের ছেলেকে তাঁরা চোখের দেখা দেখতে চান। শুভেচ্ছা জানাতে চান। মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন তাই বিমানবন্দর থেকে বেরিয়ে তড়িঘড়ি বালিগঞ্জের উদ্দেশে রওনা হয়ে যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কৃতী ছেলের আগমনে সার্কুলার রোডের বাড়িও সেজেছে আলোক মালায়। গত শনিবার দিল্লিতে এসেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রথমে ব্যক্তিগত কিছু কর্মসূচি সেরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন সাক্ষাৎ সেরে কলকাতায় ফিরলেন তিনি। আলোর উৎসব দীপাবলির আগে ঘরের ছেলে ঘরে ফেরায় কলকাতার মুখে যেন হাজার ওয়াটের আলো।  আরও পড়ুন- TMC has no plans to undertake any NRC:‘তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প তৈরির প্রশ্নই নেই’,মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে খোলা মনে দেশের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ইতিমধ্যেই বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনার মুখে পড়েছেন তিনি। কেউ বলেছেন তিনি অর্ধেক বাঙালি, তাঁর নামের সঙ্গে বিনায়ক যোগের প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। রাহুল সিনহা বলেছেন, বিদেশি বউ থাকলেই নোবেল পাওয়া যায়। এত কিছুর পরে দেরিতে হলেও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন আবার তাঁর সঙ্গে সাক্ষাতের পরে টুইট বার্তায় বলেছেন, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের জন্য ভারত গর্বিত।