Coronavirus Scare In India: রাজ্যে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি, নবান্নে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

রাজ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় আজ নবান্নে (Nabanna) জরুরি বৈঠকে ডাকেন তিনি। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। দেশের অন্য রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার জেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা খতিয়ে দেখতেই মমতা ব্যানার্জি বৈঠক ডাকেন। বৈঠক শেষে তিনি বলেন, "আমি সংশ্লিষ্ট সকল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আজ অবধি পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। আতঙ্কিত হবেন না।"

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ৬ মার্চ: রাজ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় আজ নবান্নে (Nabanna) জরুরি বৈঠকে ডাকেন তিনি। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। দেশের অন্য রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার জেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা খতিয়ে দেখতেই মমতা ব্যানার্জি বৈঠক ডাকেন। বৈঠক শেষে তিনি বলেন, "আমি সংশ্লিষ্ট সকল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আজ অবধি পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। আতঙ্কিত হবেন না।"

এবিপি আনন্দর খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী আরও বলেন, "প্রতিটি জেলাকে অ্যাডভাইসরি দেওয়া হয়েছে। ক্যুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। করোনা নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না। অন্তর্দেশীয় উড়ানেও চেকিং-এর ব্যবস্থা থাকা উচিত।" আরও পড়ুন: Madhyamik Exam: বানান ভুল হলে পরীক্ষার খাতায় কাটা যাবে না নম্বর, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে এখনও পর্যন্ত কারও শরীরে করোনার প্রমাণ মেলেনি। তিনি বলেন, ‘"রাজ্যে কারও শরীরে করোনা ভাইরাস মেলেনি। অযথা ওষুধের দাম, মাস্কের দাম বাড়ানো হচ্ছে। মানুষের বিপদের সময় ওষুধের দাম বাড়ানো উচিত নয়। পুলিশকে বলা হয়েছে নজর রাখতে। প্রয়োজনীয় ওষুধ ও মাস্কের জন্য কেন্দ্রকে চিঠি দেওয়া হবে।" সকলের উদ্দেশ্যে তাঁর আহ্বান, অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যসচেতন হতে। বলেন, "আতঙ্কিত হবেন না, ঠিক সময় চিকিৎসককে দেখান। বারবার হাত ধুয়ে ফেলুন। হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।" তিনি মনে করিয়ে দেন, "জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলেই করোনা নয়।" স্কুলে যাওয়ার সময় শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছে। কলকাতা বিমানবন্দর, খিদিরপুর বন্দরে বিদেশ ফেরত সমস্ত যাত্রীর থার্মাল স্ক্রিনিং হয়েছে। করোনা আক্রান্ত নন, তা নিশ্চিত হওয়ার পরই তাঁদের ছাড়া হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া ও শিয়ালদায়। বিআর সিং হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। মেট্রোয় একই রকমের সতর্কতার প্রস্তুতি শুরু হয়েছে।