NHRC Notice For Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডে নবান্নকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ফলে ৯ জন শ্রমিকের মৃ্ত্যু ও একাধিক জনের জখম হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে শুক্রবার এই নোটিস পাঠিয়েছে তারা।
কলকাতা: এগরা বিস্ফোরণ কাণ্ডে (Egra Blast case) এবার পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Government) নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ফলে (Egra illegal fireworks factory Blast) ৯ জন শ্রমিকের মৃ্ত্যু (nine labours death) ও একাধিক জনের জখম হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে শুক্রবার এই নোটিস (notice) পাঠিয়েছে তারা।
বৃহস্পতিবারই এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানুর ছেলে এবং ভাইপোকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর, ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোর নাম ইন্দ্রজিৎ বাগ। সিআইডি সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন একটি মোটরসাইকেলে করে আহত অবস্থায় ভানু ও তার ছেলে এবং ভাইপো ওড়িশায় পালিয়ে যায়। এরপরেই ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। হাসপাতাল সূত্রে খবর, তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত থাকায় ভানুকে হাসপাতালে রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। আরও পড়ুন: Abhishek Banerjee: নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব সিবিআইয়ের, বাঁকুড়া থেকে কাল ১১টার মধ্যে হাজির হতে হবে নিজাম প্য়ালেসে!