IPL Auction 2025 Live

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানুন

আবহাওয়ার খবর (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৩ ডিসেম্বর: ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মেঘ, বৃষ্টির জেরে স্যাঁতসেতে ঠান্ডা থাকলেও শীতের আমেজ কিন্তু সে ভাবে মিলছে না। আর তাতেই খানিকটা হতাশ আম বাঙালি। প্রশ্ন উঠছে, শীতের চেনা ঝকঝকে আকাশের দেখা কবে মিলবে? শীত এখনই না পড়লেও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে।কিন্তু জাঁকিয়ে শীতের দেখা নেই। কিন্তু এবার কিছুটা স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পারদ নামবেই। যে কারণে ভালোমতো শীতের আমেজ অনুভব করা যাবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার বাধা কেটে যাওয়ায় রাজ্যের পরিমণ্ডলে যে উত্তুরে হাওয়া ঢুকছে, তা অব্যাহত থাকবে। তার ফলে আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। তারপর অবশ্য পারদের পতন কিছুটা থমকে যেতে পারে। তবে শীতের আমেজ বজায় থাকবে।

আরও পড়ুন: Narendra Modi: নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাুউন্ট নিয়ে টুইটারের বিবৃতি জেনে নিন

তবে উত্তরবঙ্গেও ভালোমতো মালুম হবে ঠান্ডার আমেজ। এছাড়া আগামী চার থেকে পাঁচদিন দার্জিলিং, কোচবিহার, কালিম্পং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। ঠান্ডার অনুভূতি অবশ্য থাকবে। জলীয় বাষ্পের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে।