Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে পুলিশের গাফিলতি রয়েছে বলে স্বীকার করেছেন ডিজি! চাঞ্চল্যকর দাবি রেখা শর্মার

কলকাতা, ২০ ফেব্রুয়ারি: রাজনৈতিক উত্তেজনায় সরগরম সন্দেশখালি (Sandeshkhali)। গোটা এলাকায় পুলিশি নিরাপত্তা কোথায়, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এরমধ্যেই মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার (Rekha Sharma) সঙ্গে বৈঠক করলেন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। সেই বৈঠকে সন্দেশখালি ঘটনায় পুলিশের গাফিলতি ছিল, চাপের মুখে সেকথা একপ্রকার স্বীকার করে নিলেন রাজ্য পুলিশের ডিজি। এমনটাই জানিয়েছেন রেখা শর্মা।

এদিনের বৈঠকে রাজীব কুমার বলেছেন, স্থানীয় তৃণমূল নেতাকে তাঁরা গ্রেফতার করতে পারবে না। কারণ তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও কেস নেই। গোটা বিষয়টি যেহেতু ইডি দেখছে, তাই তারাই গ্রেফতার করতে পারবে। এদিন বৈঠকের পর মহিলা কমিশনের প্রধান বলেন, ‘ডিজি তাঁর সঙ্গে দেখা করেছেন এটাই বড় ব্যাপার, এমনকী সন্দেশখালির ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করাটাও খুব বড় বিষয়’। এমনকী রেখা শর্মা রাজীব কুমারকে ওই এলাকার পুলিশ আধিকারিকদের বদলির পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছেন।

সেই সঙ্গে মহিলা কমিশনের প্রধান বলেন এই বৈঠক চলাকালিন রাজীব কুমারের কাছে কিছু ফোন আসে, তারপরেই তাঁর কথা বলার ধরণ বদলে যায়। বৈঠকের সময়সীমা আরও ছোট করে দেন এবং শাহজাহানের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে দাবি রেখা শর্মার। তাঁর মতে, রাজ্য পুলিশের ডি়জির ওপর চাপ দেওয়া হচ্ছে তাই তিনি এই বিষয়ে কোনও কথা বলতে চাইছেন না।

প্রসঙ্গত, তৃণমূল নেতা শেখ শাহজাহানের অধরা হওয়ার পর থেকেই খবরের শিরোনামে সন্দেশখালি। এই নিয়ে প্রতিবাদে সরব রাজ্যের বিরোধী দলগুলি। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশ পেয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ, এদিনও তাঁকে সন্দেশখালি ঢুকতে বাধা দেয় রাজ্য পুলিশ। এই নিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডায় জড়ান বিজেপি নেতা।