Nabanna Abhijan: নবান্ন অভিযানে গ্রেফতার ২২০, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পাথর ছোঁড়াদের ধরতে সাহায্যের আবেদন কলকাতা পুলিশের, বুধে বিজেপির বনধ নিয়ে সতর্ক প্রশাসন

আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। নবান্ন অভিযানকে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা, হাওড়ার বিভিন্ন অংশ। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে দেখা যায় পুলিশকে।

কলকাতা, ২৭ অগাস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে ( Nabanna Abhijan) ব্যাপক অশান্তির ঘটনা ঘটল। নবান্ন অভিযানকে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা, হাওড়ার বিভিন্ন অংশ। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে দেখা যায় পুলিশকে। পুলিশকেও লাঠিপেটা করতে দেখা যায় বিক্ষোভকারীদের। আর এই ছাত্রদের নামে চলা বিক্ষোভ অভিযানে পুলিশকে লক্ষ্য করে ইঁট,পাথর ছোঁড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দোষীদের ধরতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কর কলকাতা পুলিশ। এক্স (টুইটার) প্ল্যাটফর্মে কলকাতা পুলিশ কয়েকটি ছবি পোস্ট করে আবেদন করল, নবান্ন অভিযান থেকে পুলিশের দিকে লক্ষ্য করে ইঁট ছোঁড়াদের খুঁজতে সাহায্য করার। ছবিতে দেওয়া ব্যক্তিদের চিনতে পারলে কলকাতা পুলিশের সঙ্গে সরাসরি অথবা স্থানীয় থানায় যোগযোগ করার আবেদন জানিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের লাল মার্ক করা ছবিতে এক মহিলাকেও পাথর ছোঁড়ার ঢঙে দেখা গিয়েছে। সঙ্গে আরও পাঁচজন তরুণ/ব্যক্তিকে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযানে মোট ২২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এই আন্দোলন একেবারেই ছাত্রদের নয়। এই অভিযানকে বেলাগাম ও বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করেছে রাজ্য পুলিশ। আরও পড়ুন-West Bengal Bandh: বুধে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির, 'চক্রান্ত ভেস্তে গিয়েছে', তোপ কুণালের

দেখুন নবান্ন অভিযানে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়াদের ছবি শেয়ার করে খুঁজতে সাহায্যের আবেদন কলকাতা পুলিশের

এদিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পুলিশকে লক্ষ্য করে ধেয়ে আসে ইঁট-পাটকেল, বোতল সহ বেশ কিছু ভারী জিনিস। তবে বিক্ষোভকারীদের দাবি, বিনা প্ররোচনায় পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে।

পুলিশকে লক্ষ্য করে ইঁট-পাটকেল ছোঁড়ার ভাইরাল ভিডিয়ো

পুলিশ বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করে। কাঁদানে গ্যাসের সেল। কিছু জায়গায় বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। কয়েকটি জায়গায় ব্যারিকেডও ভাঙা হয়।

নবান্ন অভিযানে অশান্তির এই ভিডিয়োটি পোস্ট করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়

পুলিশ কর্তারা জানান, কয়েকটি জায়গায় সরকারী সম্পত্তি ভাঙচুরও করা হয়। নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে কলকাতায় মোট ১২৬ জনকে গ্রেফতার করা হয়। মোট ১৫জন পুলিশকর্মী আহত হয়েছেন।