Kolkata: মুকুল পত্নীর ফুসফুসের প্রতিস্থাপন, দমদম বিমানবন্দর থেকে উড়ল এয়ার অ্যাম্বুল্যান্স
করোনা পরবর্তী জটিলতায় দারুণ সঙ্কটে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)৷ সম্পূর্ণ একমো সাপোর্টে আজ তাঁকে নিয়ে যাওয়া হল চেন্নাইতে৷ সকালে বাইপাস লাগোয়া হাসপাতাল থেকে গ্রিন করিডরের মাধ্যমে কৃষ্ণাদেবীকে প্রথমে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়৷
কলকাতা, ১৭ জুন: করোনা পরবর্তী জটিলতায় দারুণ সঙ্কটে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)৷ সম্পূর্ণ একমো সাপোর্টে আজ তাঁকে নিয়ে যাওয়া হল চেন্নাইতে৷ সকালে বাইপাস লাগোয়া হাসপাতাল থেকে গ্রিন করিডরের মাধ্যমে কৃষ্ণাদেবীকে প্রথমে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়৷ তারপর সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে চড়িয়ে চেন্নাইতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ অক্সিজেন ছাড়া এক মুহূর্তও কৃষ্ণা রায়কে বাঁচিয়ে রাখা সম্ভব নয়৷ তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আজ তাঁর সঙ্গে চেন্নাইতে গেছে৷ মুকুল রায় স্ত্রীর সঙ্গে না গেলেও আগেভাগে চেন্নাইতে পৌঁছেছেন ছেলে শুভ্রাংশু রায়৷ চেন্নাইয়ের হাসপাতালে কৃষ্ণা রায়ের ফুসফুসের প্রতিস্থাপন হবে৷ আরও পড়ুন-Kolkata: মুকুল রায়ের নিরাপত্তা বলয় সরিয়ে নিল স্বরাষ্ট্র মন্ত্রক
করোনায় আক্রান্ত হয়ে মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল রায়ের স্ত্রী৷ দিনের পর দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ করোনা সেরে গেলেও ফুসফুস সম্পূর্ণবাবে ক্ষতিগ্রস্ত৷ অক্সিজেন সাপোর্ট ছাড়া তাঁকে এক মুহূর্ত রাখা যাচ্ছে না৷ চেন্নাইয়ের একদল চিকিৎসক কৃষ্ণা রায়কে পরীক্ষা করে জানান, তাঁর খুব শিগগির ফুসফুস প্রতিস্থাপন করতে হবে৷ এরপর থেকেই ব্রেনডেড ব্যক্তির কোঁজ শুরু হয়৷ প্রথমে গতকালই কৃষ্ণা রায়কে নিয়ে চেন্নাইয়ে উড়ে যাওয়ার কথা ছিল৷ কিন্তু মুকুলপত্নীর শরীরা আচমকা আরও খারাপ হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়৷ তাছাড়া চেন্নাইয়ের আবহাওয়াও গতকাল অনুকূল ছিল না৷ আজ সেসব ঠিক থাকায় সকালেই কৃষ্ণা রায়কে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷