Mukul Roy Health Update: গুরুতর অসুস্থ মুকুল রায়, কলকাতার হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান নেতাকে
পার্টি অফিস, মিটিং, মিছিল ছেড়ে এখন মুকুলের জায়গা হয়েছে কাঁচরাপাড়ার যুগল ভবনের দোতলার ঘর। মাঝে মাসে খাওয়া-দাওয়ায় অনীহা এসেছিল। ফলে দুর্বল হয়ে পড়েছিলেন।
কলকাতাঃ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার, সন্ধ্যায় কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান প্রবীণ নেতা মুকুল রায় (Mukul Roy)। ভারসাম্য হারিয়ে বাথরুমে (Bathroom)পড়ে যান বলে জানা গিয়েছে। আহত অবস্থায় প্রথমে কল্যাণীর (Kalyani) একটি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার ইএমবাইপাসের (Eastern Metropolitan Bypass) ধারে একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) নিয়ে আসা হয় তাঁকে। প্রসঙ্গত, ২০২১ সালে স্ত্রী কৃষ্ণা রায় মারা যাওয়ার পর থেকেই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন এক সময় তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। সক্রিয় রাজনীতিতে আর দেখা যায় না বর্ষীয়ান নেতা মুকুল রায়কে। ডিমেনশিয়া গ্রাস করেছে তাঁকে। এ ছাড়া রয়েছে ডায়াবেটিস সহ নানা শারীরিক সমস্যা। আজকাল আর খুব একটা চিনতে পারেন না কাউকে। পার্টি অফিস, মিটিং, মিছিল ছেড়ে এখন মুকুলের জায়গা হয়েছে কাঁচরাপাড়ার যুগল ভবনের দোতলার ঘর। মাঝে মাসে খাওয়া-দাওয়ায় অনীহা এসেছিল। ফলে দুর্বল হয়ে পড়েছিলেন। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তার আগে ফেব্রুয়ারিতেও হাসপাতালে ভর্তি হতে হয়।