Mukul Roy Health Update: মস্তিষ্কে অস্ত্রোপচার, এখন কেমন আছেন মুকুল রায়? জানালের পুত্র শুভ্রাংশু
অসুস্থতার খবর পেয়ে মুকুল রায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন কুণাল ঘোষ। দীর্ঘদিন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সেই সতীর্থকে হাসপাতালের বিছানায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন কুণাল।
কলকাতাঃ বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান নেতা মুকুল রায় (Mukul Roy)। বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পান। এরপরই কলকাতায় নিয়ে আসা হয় মুকুলকে। সেখানেই অস্ত্রোপচার হয়। এখন কেমন আছেন মুকুল রায়? সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়াতে থাকে নানা খবর। এসবের মাঝে শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "ব্রেনে অপারেশন হয়েছে। তারপর থেকে আউসিউতে ছিলেন বাবা। গতকাল, সেখান থেকে বের করা হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি। কিন্তু কেউ ডাকলে সাড়া দেওয়ার চেষ্টা করছেন মাঝেমাঝে।" ব্রেনের অপারেশন হয়েছে প্রবীণ নেতার। তাই সেরে উঠতে খানিক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা, এও জানান মুকুল-পুত্র। রাইস টিউবের সাহায্যে খাবার খাওয়ানো হচ্ছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন একসময় তৃণমূলের সেকন্ড ইন কম্যান্ড। তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিয়ত মুকুলের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শুভ্রাংশু। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যে রয়েছেন। অভিষেকও ব্যস্ততার মধ্যে থাকেন। তাই হয়তো আসতে পারছেন না। কিন্তু দলের তরফে খোঁজ নেওয়া হচ্ছে। অসুস্থতার খবর পেয়ে মুকুল রায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন কুণাল ঘোষ। দীর্ঘদিন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সেই সতীর্থকে হাসপাতালের বিছানায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন কুণাল। হাসপাতাল থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন,"সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বড় বেদনাদায়ক। এই ছবি মতপার্থক্য ভুলিয়ে মনকে ভারাক্রান্ত করে তোকে। মুকুল দা সাড়া দিক। সেরে উঠুক দ্রুত।"