Ghatal Flood: ত্রাণ নিয়ে ঘাটালে ফের দেব, এই বন্যা 'মাস্টারপ্ল্যান'এ রোখা যেন না, বললেন সাংসদ
সাংসদ জানালেন, নতুন প্ল্যান অনুযায়ী চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে দুটি নদীকে মেলাতে হবে। সেই লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে।
জল অনেকটাই নেমেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোচ্ছে বানভাসী ঘাটালের (Ghatal Flood) জনজীবন। তবে পুরোপুরি জল নামতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এদিকে রবিবার ত্রাণ নিয়ে নিজের লোকসভা এলাকায় পৌঁছে গেলেন সাংসদ দেব (Dev)। ঘাটালের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নতুন করে উসকে দিয়েছে 'ঘাটাল মাস্টারপ্ল্যান'এর (Ghatal Master Plan) প্রসঙ্গ। তবে সাংসদ দীপক অধিকারীর কথায়, ডিভিসি-র জল ছাড়ার ফলে ঘাটালে যে বন্যা হয়েছে তা মাস্টারপ্ল্যান দিয়েও রোখা যেত কিনা তা সন্দেহ রয়েছে।
ঘাটালের বন্যা (Ghatal Flood) পরিস্থিতি পরিদর্শনে এদিন ঘাটাল এসেই সাংসদের মুখে শোনা গেল ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Master Plan) প্রসঙ্গ। এলাকাবাসীকে আশ্বস্ত করে রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করছে কাজ দ্রুত এগোনোর। তবে দেব সঙ্গে এও বললেন, ভোটে জিতে যাওয়া মানেই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হয়ে যাওয়া নয়। তার জন্যে সময় দিতে হবে।
তবে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা আটকানো যেত কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অভিনেতা। কারণ হিসাবে সাংসদের সংযোজন, 'পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে এই বন্যা হয়েছে। ঘাটালের পাশাপাশি হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণার বিস্তৃত এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই বিপুল পরিমাণ জল ঘাটাল মাস্টারপ্ল্যান দিয়ে আটকানো যেত কিনা জানা নেই। বৃষ্টির বন্যা থেকে রক্ষা মিলবে মাস্টারপ্ল্যানে'।