NITI Aayog: নীতি আয়োগে মাইক বন্ধ করে অসম্মান, বৈঠক ওয়াক আউট করে কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, বৈঠকে তাঁকে মাত্র ৫ মিনিট বলতে দেওয়া হয়েছে। তারপরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। অথচ তাঁর আগে কয়েকজন মুখ্যমন্ত্রী ২০ মিনিট করে বলার সুযোগ পেয়েছেন। বাজেটের পরে এবার নীতি আয়োগের বৈঠকে 'বৈষম্যের অভিযোগে' বিদ্ধ কেন্দ্র সরকার।

Mamata Banerjee (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৭ জুলাইঃ   নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog) কথা বলতে দেওয়া হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বৈঠক শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি ভবন ছেড়ে বেরিয়ে এলেন তৃণমূল সুপ্রিমো। শনিবার মোদী ৩.০ সরকার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকের আয়োজন করেছিল। কিন্তু সেই বৈঠকে যোগ দেবেন না বলে বিরোধী জোট 'ইন্ডিয়া'র সাতজন মুখ্যমন্ত্রী নীতি আয়োগ বয়কট করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে তিনি যোগ দেবেন। সেই মত শনিবার সকাল সকাল রাইসিনা হিলসে পৌঁছে যান মমতা। কিন্তু নীতি আয়োগের বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এলেন তিনি। সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরলে মুখ্যমন্ত্রী বিক্ষুব্ধ স্বরে জানান, নীতি আয়োগের বৈঠকে তাঁকে ৫ মিনিটের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়নি। উপরন্তু তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাজেট অধিবেশনে সদ্য প্রকাশিত ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে (2024-25 Budget) বৈষম্যের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক আগেই বয়কট করেছিল ইন্ডিয়া জোটের সাত মুখ্যমন্ত্রী। বাজেটে বাংলাকে বঞ্চনা করার দাবি জানালেও নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে হাজির থাকবেন বলেই জানিয়েছিলেন মমতা। তবে এদিন বৈঠক শেষ হওয়ার আগেই বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, বৈঠকে তাঁকে মাত্র ৫ মিনিট বলতে দেওয়া হয়েছে। তারপরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। অথচ তাঁর আগে কয়েকজন মুখ্যমন্ত্রী ২০ মিনিট করে বলার সুযোগ পেয়েছেন। বাজেটের পরে এবার নীতি আয়োগের বৈঠকে 'বৈষম্যের অভিযোগে' বিদ্ধ কেন্দ্র সরকার।

মমতা আরও জানান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এছাড়া গোয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা প্রত্যেকেই প্রায় ২০ মিনিট করে বৈঠকে বলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁকে কেবল ৫ মিনিট বলতে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগের বৈঠক বয়কট করেন মমতা। উল্লেখ্য, নীতি আয়োগের এই বৈঠকে বিরোধীদের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীই হাজির ছিলেন।