Metro Railway On Christmas Eve: দর্শনার্থীদের সুবিধার্থে বড়দিনের আগের দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত মেট্রো রেলের
রাত পেরোলেই ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন। আর তারপরেই ইংরিজি নববর্ষ। এই সময়ে শহরের আট থেকে সকলের 'হট ডেস্টিনেশন' হল পার্ক স্ট্রিট এলাকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যাল। বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত গড়াতে না গড়াতেই মানুষজন ভিড় জমাচ্ছেন পার্ক স্ট্রিট এলাকায়। স্বাভাবিকভাবে এই ভিড় আরও বাড়বে বড়দিনে। আর সেই কারণে বড়দিনের রাতে দর্শনার্থীদের সুবিধায় মেট্রোরেল অধিক রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
ওইদিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডরে কবি সুভাষ থেকে রাত ১১টায় এবং দক্ষিণেশ্বর থেকে রাত ১০;৫৩ মিনিটে শেষ ট্রেন ছাড়বে বলে মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে।ঐদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই করিডরে ৭ মিনিটের ব্যবধানে ট্রেন পাওয়া যাবে। মোট ট্রেন চলবে ২২৪টি।১১২টি আপ ও ১১২টি ডাউন পরিষেবা থাকবে। ওই দিন ব্লু লাইনে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে।২৫ ডিসেম্বর ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ সকাল ৬টা ৫০মিনিটে (অপরিবর্তিত) এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা ৫০মিনিট (অপরিবর্তিত), মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা ৫০মিনিট (অপরিবর্তিত এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৬টা ৫০মিনিট (অপরিবর্তিত) এর সময় একই থেকে যাচ্ছে।
অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ ও শিয়ালদার মধ্যে ১০১টির পরিবর্তে মোট ৯০টি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।এই মোট সংখ্যার মধ্যে ৪৫ টি আপ ও ৪৫ টি ডাউন পরিষেবা থাকছে। দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এই লাইনে প্রতি কুড়ি মিনিট অন্তর পাওয়া যাবে একটি মেট্রো।
গ্রীন লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সময়সূচি মেনেই চলবে মেট্রো।