Cooch Behar: বাড়িতে হাজির ৪ প্রেমিকা, বিপদ বুঝে বিষপান করে আত্মহত্যার চেষ্টা যুবকের
মাথাভাঙার একটি ওষুধের দোকানের কর্মী শুভময় কর। দোকানে কাজ করাকালীনই পরপর ৪ জনের সঙ্গে অবলীলায় সম্পর্কে জড়ান তিন। বেশ কিছুদিন ধরেই শুভময় ওই ৪ জনের সঙ্গে সমানে গোপণ সম্পর্ক চালাচ্ছিলেন।
কোচবিহার, ১০ নভেম্বর: একসঙ্গে চার প্রেমিকা (Friend) হাজির বাড়িতে। উপায়ন্তর না দেখে বিষ পান (Poison) করে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেন কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার এক যুবক। যে ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় হুলুস্থূল পড়ে যায়। বিষপানের পর অসুস্থ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
মাথাভাঙার একটি ওষুধের দোকানের কর্মী শুভময় কর। দোকানে কাজ করাকালীনই পরপর ৪ জনের সঙ্গে অবলীলায় সম্পর্কে জড়ান তিন। বেশ কিছুদিন ধরেই শুভময় ওই ৪ জনের সঙ্গে সমানে গোপণ সম্পর্ক চালাচ্ছিলেন। বিষয়টি জানাজানি হতেই সম্প্রতি ওই যুবকের বাড়িতে একসঙ্গে হাজির হন ৪ প্রেমিকা।
৪ বান্ধবীকে একসঙ্গে দেখে কী করবেন তা বুঝ উঠতে পারেননি শুভময়। কোনওক্রমে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পালাতেও সক্ষম হননি শুভময়। এরপর ওই পরিস্থিতি থেকে বাঁচতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মাথাভাঙার ওই যুবক।
পুলিশের (Police) কথায়, তাঁরা এ বিষয়ে কোনও অভিযোগ পাননি। তেব গোটা বিষয়টিকে আলোচনার মাধ্যমে তাঁরা মিটিয়ে নিতে চান বলে জানানো হয় শুভময়ের পরিবারের সদস্যদের তরফে।