Amit Shah's Rally In Egra: মমতা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, মোদিজি সোনার বাংলা বানাতে চান: অমিত শাহ

পূর্ব মেদিনীপুরের এগরায় (Egra) জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক তিনি। পাশাপাশি তোলাবাজি, কাটমানি ও অনুপ্রবেশ নিয়ে রাজ্য় সরকারকে নিশানা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Photo: ANI)

কাঁথি, ২১ মার্চ: পূর্ব মেদিনীপুরের এগরায় (Egra) জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক তিনি। পাশাপাশি তোলাবাজি, কাটমানি ও অনুপ্রবেশ নিয়ে রাজ্য় সরকারকে নিশানা করেন। অমিতের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ওই সভাতেই তিনি বিজেপিতে যোগ দেন। শিশিরবাবু বলেন, "বাংলাকে নৃশংসতা থেকে বাঁচান, আমরা আপনার সঙ্গে, আমাদের পরিবার আপনার সঙ্গে আছে। জয় সিয়া রাম, জয় ভারত।"

অমিত শাহের বক্তব্য: