Mamata Banerjee: শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শীতলকুচির ঘটনা নিয়ে সরব হন তিনি। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে পারবে না, তাই হিংসার পথ বেছে নিচ্ছে বিজেপি। ক্ষোভ উগরে দিয়ে বলেন, সিআইডি আলাদা তদন্ত করে দেখবে, কারা গুলি চালাল। এখনও আমার সরকার আছে, আমি আছি, এটা আমার করণীয়। রবিবারই শীতলকুচি যাওয়ার কথাও জানান তিনি।

মমতা বন্দোপাধ্যায় (Picture Credits: ANI)

শিলিগুড়ি, ১০ এপ্রিল: শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। শীতলকুচির (Sitalkuchi) ঘটনা নিয়ে সরব হন তিনি। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে পারবে না, তাই হিংসার পথ বেছে নিচ্ছে বিজেপি। ক্ষোভ উগরে দিয়ে বলেন, সিআইডি আলাদা তদন্ত করে দেখবে, কারা গুলি চালাল। এখনও আমার সরকার আছে, আমি আছি, এটা আমার করণীয়। রবিবারই শীতলকুচি যাওয়ার কথাও জানান তিনি।

সম্মেলনে তিনি বলেন, আজকের ঘটনার জন্য দায়ি অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন ষড়যন্ত্রকারী। আমি কেন্দ্রীয় বাহিনীকে কোনও দোষ দিচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী কাজ করে। ফলে বাহিনীর (Central Force) কোনও দোষ নেই বলে দাবি করেন। আরও পড়ুন, 'নিজের দলের পোলিং এজেন্টদেরও গালাগালি দিচ্ছেন দিদি', মমতাকে নিশানা মোদির

বিজেপি যা বলছে, সেই মতো কাজ হচ্ছে। বুথ এজেন্ট বসানোর নিয়ম বিজেপির কথায় পাল্টে দিয়েছে কমিশন। চক্রান্ত করে আমার নামে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ করা হচ্ছে বলে দুষলেন।