Mamata Banerjee: বিজেপিকে হারিয়ে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার দ্বিতীয় বছর পূর্ণ মমতা সরকারের, টুইটারে ধন্যবাদ জানালেন দিদি

আজ থেকে ঠিক দু বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি-কে পরাস্ত করে, বাম-কংগ্রেস জোটকে ধরাশায়ী করে বাংলার মসনদে তৃতীয়বার বসা নিশ্চিত করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২ মে: আজ থেকে ঠিক দু বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি-কে পরাস্ত করে, বাম-কংগ্রেস জোটকে ধরাশায়ী করে বাংলার মসনদে তৃতীয়বার বসা নিশ্চিত করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। যাবতীয় সংশয়, কী হয় কী হয় ভাব উড়িয়ে ২ মে, ২০২১ সালে প্রকাশিত হওয়া বাংলায় বিধানসভা নির্বাচনে জয়জয়কার হয়েছিল মমতার। ২৯৪টি-র মধ্যে ২১৫টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল। ২০১১,২০১৬-র পর ২০২১ বিধানসভা নির্বাচনে জেতে দিদির দল। অথচ বিজেপি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রচারে সর্বস্ব দিয়ে বাংলায় মমতাকে হারাতে নেমেছিল, তাতে মনে হচ্ছিল এবার মসনদ হারাতে পারেন দিদি। কিন্তু বাংলার মানুষ মমতা দিয়েছিল তৃণমূলকেই।

এই নিয়ে টুইটারে মমতা বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে লিখলেন, ২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আরও পড়ুন-

দেখুন টুইট

সঙ্গে মমতা লিখলেন, প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ 'মা-মাটি-মানুষ দিবসে' বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।