Mamata Banerjee Rally at Nabadwip: 'দিল্লি আমাদের কথায় চলবে, আমরা দিল্লির কথায় চলব না', হুঁশিয়ারি মমতা বন্দোপাধ্যায়ের
আজ নদিয়া জেলার নবদ্বীপে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 'হেরিটেজ টাউন'-কে সাজিয়ে তোলার জন্য ভবিষ্যতে একাধিক উন্নয়নের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মায়াপুর সহ নবদ্বীপের পর্যটন ক্ষেত্রে ৩০০ কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এর ফলে কাজের অনেক সুযোগ আসবে বলে ব্যাখ্যা তাঁর। উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানান।
নদিয়া, ১৬ এপ্রিল: আজ নদিয়া জেলার (Nadia) নবদ্বীপে (Nabadwip)জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 'হেরিটেজ টাউন'-কে সাজিয়ে তোলার জন্য ভবিষ্যতে একাধিক উন্নয়নের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মায়াপুর সহ নবদ্বীপের পর্যটন ক্ষেত্রে ৩০০ কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এর ফলে কাজের অনেক সুযোগ আসবে বলে ব্যাখ্যা তাঁর। উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানান।
বহিরাগতরা এসে করোনা ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় বিজেপি নেতা, কর্মী, সমর্থকদের তোপ দাগেন তিনি। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বাড়ি বাড়ি গৃহবধূদের হাতখরচা 'লক্ষ্মীভাণ্ডার' চালু করার প্রতিশ্রুতি দেন। সেল্ফ হেল্প গ্রূপের জন্য ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা করার যে প্রতিশ্রুতি ইস্তেহারে দেওয়া হয়েছিল, সে কথা আবার আওড়ান তিনি। আরও পড়ুন, ২.১৭ লাখ দৈনিক সংক্রামিত, করোনার গ্রাসে ভারত
"বাংলার মা'কে নির্বাচন, এটা আমাদের সম্মানের লড়াই", বলে মন্তব্য করেন। মমতা আজ হুঁশিয়ারি দিয়ে বলেন, "দিল্লি আমাদের কথায় চলবে, আমরা দিল্লির কথায় চলবে না।" পাশাপাশি ক্যাশ নয় বিনাপয়সায় গ্যাসের দাবি করেন তিনি। বহিরাগতরা রাজ্যে এসে করোনা বাড়িয়ে দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। বিজেপির প্যান্ডেল করতে আসছে বাইরে থেকে, বহিরাগত গুন্ডারাও রাজ্যে আসছে, তারা কোভিড ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাস্ক পরে আগামী নির্বাচনগুলোতে অবশ্যই যেন মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে যান তার নির্দেশ দেন।