Mamata Banerjee: চাকরি দেওয়ার নামে পার্টি ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অগ্নিপথ নিয়ে বিস্ফোরক মমতা
অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বেকারিত্বকে কাজে লাগিয়ে পার্টি ক্যাডার তৈরির জন্যই অগ্নিপথ এনেছে দেশের বিজেপি সরকার।
কলকাতা, ২০ জুন: অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বেকারিত্বকে কাজে লাগিয়ে পার্টি ক্যাডার তৈরির জন্যই অগ্নিপথ এনেছে দেশের বিজেপি সরকার। আজ, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বললেন, "স্বরাষ্ট্রমন্ত্রক অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছ, সেনা নয়। আসলে এসব হল চাকরি দেওয়ার নাম করে পার্টি ক্যাডার তৈরি করা। যারা চাকরি পেল চার বছর পর কী করবে, তা কেউ জানে না, শুধু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে গেল।" এরপর সুর চড়িয়ে মমতা অভিযোগ করেন, "সেনার অপমান হল অগ্নিবীর নিয়োগ। গত চার বছর ধরে তোমরা চাকরির নামে ললিপপ দেখাচ্ছো।"প্রসঙ্গত, কংগ্রেস, আম পার্টি সহ বিজেপি বিরোধী দেশের বিভিন্ন দল অগ্নিপথ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। তবে এত প্রতিবাদের পরেও অগ্নিপথ হবেই বলে জানিয়েছে অনড় কেন্দ্রীয় সংস্থা।
ন্দ্রের অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ। যদিও শত বিক্ষোভেও অগ্নিপথ প্রত্যাহারের কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই, তা আগেভাগে জানিয়ে দিয়েছেন রাজনাথ সিং। এদিকে আজ সোমবার এই অগ্নিপথ বিরোধিতায় ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। এই বনধের সমর্থনে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক হাওড়ার পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কড়া নজরদারিতে রেখেছে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, শালিমার স্টেশন, সাঁতরাগাছি জংশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা। আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প বাতিলের জেরে বিক্ষোভ, বাতিল ১৮১টি মেল ট্রেন, ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন
'বিজেপি (BJP) অফিসে দারোয়ান হিসেবে অগ্নিবীররা অগ্রাধিকার পাবেন।' এমন মন্তব্যের জেরে বিতর্কে জড়ান বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya )। বিজেপি নেতার ওই মন্তব্যের পর এবার জোরদার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্য ট্যুইট করে বাবুল সুপ্রিয় বলেন, ''এই সেই 'প্রভারী' যিনি বাঙালিদের 'bully' করতে, বোকা বানাতে এসেছিলেন •আনন্দিত হই এটা ভেবে যে এঁদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও তারপর পদ ও পার্টিটাই ছেড়ে দেওয়ার সাহস দেখতে পেরেছি।'' বিজেপি নেতার ওই মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়ে জোরদার কটাক্ষ করেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)