Salt Lake Accident: সল্টলেকে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা, উত্তরবঙ্গ থেকে ফোন পরিবহণ মন্ত্রীকে
উত্তরবঙ্গ সফরের মাঝেই তিনি ফোন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। ঘটনার হালহকিকত জেনে মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
Salt Lake Accident: মঙ্গলবার সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গিয়েছে এক ১১ বছরের স্কুল পড়ুয়ার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সল্টলেকের (Salt Lake) ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরের মাঝেই তিনি ফোন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। ঘটনার হালহকিকত জেনে মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আগামী বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন পরিবহণ মন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা।
আরও পড়ুনঃ ফের দুই বাসের রেষারেষির বলি স্কুল পড়ুয়া, সল্টলেকে মৃত্যু তৃতীয় শ্রেণির শিশুর
দুই বাসের রেষারেষিতে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা সল্টলেকেই প্রথম নয়। বেহালা, বাঁশদ্রোণীতেও এর আগেই একই ঘটনা ঘটেছে। প্রতিবারেই পুলিশের গাফিলতি নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নজরদারিতে খামতি রয়েছে। পুলিশের সক্রিয় নজর থাকলে এমন দুর্ঘটনা ঘটত না।
মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুটিতে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির আয়ুষ পাইক। তাঁর বাড়ি মানিকতলায়। কেষ্টপুরের একটি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র সে। ফেরার পথে সল্টলেক-হাওড়া রুটের বাস পিছন থেকে ধাক্কা মারে ওই স্কুটিতে। সল্টলেকের (Salt Lake) ২ নম্বর গেটের সামনে দুই বাসের রেষারেষির জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। শিশু মৃত্যুর ঘটনায় ফুঁসছে স্থানীয়রা। রাস্তাজুড়ে চলছে বিক্ষোভ, অবরোধ।