Social Security Scheme For Media Personnel: সাংবাদিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প আনছে সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
সাংবাদিকদের (Media Personnel) জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প (Social Security Scheme) আনার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ 'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ অবসানের আন্তর্জাতিক দিবস' (International Day to End Impunity for Crimes against Journalists)। তাই টুইট করে আজকের দিনেই তিনি এই ঘোষণা করেছেন। টুইটে মমতা ব্যানার্জি লেখেন, "আজ সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ অবসানের আন্তর্জাতিক দিবস। সাংবাদিকদের জন্য 'মাভৈ' স্বাস্থ্য বীমা চালু করার পাশাপাশি, বাংলায় আমাদের সরকার শীঘ্রই একটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে চলেছে, যার মাধ্যমে সাংবাদিক আর্থিক সহায়তা প্রদান করা হবে।"
কলকাতা, ২ নভেম্বর: সাংবাদিকদের (Media Personnel) জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প (Social Security Scheme) আনার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ 'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ অবসানের আন্তর্জাতিক দিবস' (International Day to End Impunity for Crimes against Journalists)। তাই টুইট করে আজকের দিনেই তিনি এই ঘোষণা করেছেন। টুইটে মমতা ব্যানার্জি লেখেন, "আজ সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ অবসানের আন্তর্জাতিক দিবস। সাংবাদিকদের জন্য 'মাভৈ' স্বাস্থ্য বীমা চালু করার পাশাপাশি, বাংলায় আমাদের সরকার শীঘ্রই একটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে চলেছে, যার মাধ্যমে সাংবাদিক আর্থিক সহায়তা প্রদান করা হবে।"
এর আগে সরকার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা কর। এই প্রকল্পের নাম মাভৈ। এই প্রকল্পটির সরকারি নাম অবশ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্টস, ২০১৬। ৬৫ বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত ও অবসরপ্রাপ্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত সাংবাদিকরা এই প্রকল্পের আওতায় পড়বেন। তার আগে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরা সরকারি বাসে বিনামূল্যে চড়তে পারবেন বলে জানিয়েছিল রাজ্য সরকার। রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্পও চালু করেছে সরকার। ৩০ মার্চ ২০১৮ সালে বিজ্ঞপ্তি জারী করে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন – ৬০ বছর বয়সের পর সাংবাদিকরা পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন স্কিমের আওতায় মাসিক ২৫০০ টাকা করে পেনশন পাবেন। সেইসাথে সরকারি প্রেস কার্ডধারী সাংবাদিক, সরকারি প্রেস কার্ড না থাকলে রেজিস্টার্ড মিডিয়া প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর কাজ করার নথি রয়েছে এমন সাংবাদিক, চিত্র সাংবাদিকরা অবসরের পর পেনশনের অধিকারী হবেন। এই প্রকল্পের আওতায় ওয়েব পোর্টালের সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও পড়ুন: Chhath Puja 2019: ছটপুজো উপলক্ষ্যে সোমবারও রাজ্যের স্কুল-কলেজে ছুটি
সম্প্রতি কর্মরত সাংবাদিকদের চাকরি চলে গেলে রাজ্য সরকার তাঁদের সর্বোচ্চ মাসিক ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সরকারি কর্মী ফেডারেশনের একটি সভায় মমতা এই ঘোষণা করেন।