Mamata Banerjee Accepts Resignation of Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী, কালীঘাটে ডাকলেন বৈঠক
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে বিকেলে কালীঘাটে নিজের বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন তিনি। ওই বৈঠকে পরবর্তী পদক্ষেপ ও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি শুভেন্দুকে নিয়েও আলোচনা হতে পারে। ওই বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিমরা।
কলকাতা, ২৭ নভেম্বর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে বিকেলে কালীঘাটে নিজের বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন তিনি। ওই বৈঠকে পরবর্তী পদক্ষেপ ও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি শুভেন্দুকে নিয়েও আলোচনা হতে পারে। ওই বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিমরা।
শুভেন্দু অধিকারীর হাতে ছিল ৩টি দপ্তর, পরিবহন, সেচ ও জলসম্পদ। সূত্রের খবর, পরিবহন দপ্তর দেওয়া হতে পারে ফিরহাদ হাকিমকে। সেচ দপ্তর পেতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে সেচ দপ্তরের দায়িত্ব সামলেছেন রাজীববাবু। আরও পড়ুন: Suvendu Adhikari Resigned From WB Cabinet: শুভেন্দু অধিকারীর জন্য বিজেপির দরজা খোলা, বার্তা দিলীপ ঘোষের
আজ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। এর আগে গতকাল হুগলি রিভার ব্রিজ কমিশনারের (এইচআরবিসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি। সেই জায়গায় নতুন চেয়ারম্যান নিযুক্ত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রিত্বও ছেড়ে দিলেন তৃণমূলের পুরোনো কর্মী ও নেতা শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ছাড়াও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন তিনি।