Lok Sabha Elections Results 2024: বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি, মোদী-শাহকে হারিয়ে কটাক্ষ মুহুয়া মৈত্রর
কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র ৬৩,৬৮৬ ভোটে বিজেপির অমৃতা রায়কে পিছনে ফেলে জয়ের ঘণ্টা বাজার অপেক্ষা করছেন মহয়া। ফের সংসদে যাওয়ার প্রহর গুনছেন তিনি।
বাংলা জুড়ে তৃণমূলের জয়জয়কার। সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপিকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের ক্ষমতা বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bajerjee)।বিকেল সাড়ে ৫টা অবধি রাজ্যের ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ১২টিতে এগিয়ে বিজেপি। সর্বস্ব খুইয়ে কংগ্রেস এখনও পর্যন কেবল মালদা দক্ষিণ আসনে জয়ী হয়েছে। খাতা খুলতে পারেনি বামেরা। কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Maitra) ৬৩,৬৮৬ ভোটে বিজেপির অমৃতা রায়কে পিছনে ফেলে জয়ের ঘণ্টা বাজার অপেক্ষা করছেন মহয়া। ফের সংসদে যাওয়ার প্রহর গুনছেন তিনি।
ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে বহিষ্কৃত সাংসদের উপর থেকে ভরসা হারায়নি দল। চব্বিশের নির্বাচনের জন্যে মহুয়াকেই প্রার্থী করে তৃণমূল। দলের পাশাপাশি কৃষ্ণনগরবাসীও আশ্বাস রাখল তাঁর উপর। কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা সিংকে হারিয়ে আরও একবার মহুয়ার সংসদে যাওয়া কেবল সময়ের অপেক্ষা।
কৃষ্ণনগরে মহুয়ার জয়...
জয় নিশ্চিত হতেই সাংবাদিকদের সাবধান করলেন তৃণমূল সাংসদ। নির্বাচনের পর বড় বড় সংবাদমাধ্যমের এক্সিট পোল কিংবা বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দিয়েছে বাস্তবের গণনা। মহুয়ার কথায়, যারা মোদীর কাছ থেকে টাকা নিয়ে কিংবা বিজেপির লাড্ডু খেয়ে বুথ ফেরত সমীক্ষা করেছিল তাঁর ল্যাজে-গোবরে অবস্থা হয়েছে। নিজের জয় নিয়ে তো বটেই বরং মোদী এবং অমিত শাহকে পরাজিত করতে পেরে বেশি খুশি হয়েছেন মহুয়া। বাংলায় বিজেপি মুখ থুবড়ে পড়েছে বলেও কটাক্ষ করেন করেন তৃণমূল সাংসদ।