Loksabha Election 2024: নরেন্দ্র মোদীর জনসভায় বাংলায় বাড়বে আসন, আশাবাদী বিজেপি
প্রধানমন্ত্রী যখন ৪টি জনসভা সেরেছেন, তখনই সমীক্ষা বলছে, ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ২৫ থেকে ২৬টি আসন পাবে। তবে এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী আরও ৪টি জনসভা করবেন পশ্চিমবঙ্গে। ফলে বাংলায় বিজেপির আসন এবার কত সংখ্যায় দাঁড়ায়, সেদিকেই তাঁদের নজর রয়েছে বলে জানান সুকান্ত মজুমদার।
কলকাতা, ৪ এপ্রিল: বৃহস্পতিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই নিয়ে মোদী বাংলায় লোকসভা ভোটের আগে ৪টি জনসভা করে ফেলেছেন। প্রধানমন্ত্রী যখন ৪টি জনসভা সেরেছেন, তখনই সমীক্ষা বলছে, ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি (BJP) বাংলায় ২৫ থেকে ২৬টি আসন পাবে। তবে এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী আরও ৪টি জনসভা করবেন পশ্চিমবঙ্গে। ফলে বাংলায় বিজেপির আসন এবার কত সংখ্যায় দাঁড়ায়, সেদিকেই তাঁদের নজর রয়েছে বলে জানান সুকান্ত মজুমদার।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা হারিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গে। ফলে মানুষ বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা বাংলার মানুষ ক্রমাগত হারাতে শুরু করেছেন বলেও দাবি করেন বিজেপি নেতা।