Jadavpur Lok Sabha Election Results 2024 Live: জেনে নিন যাদবপুর লোকসভা কেন্দ্রের ইতিবৃত্ত
২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। মোট ৬ লক্ষ ৮৮ হাজার ৪৭২ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অনুপম হাজরা। তিনি পেয়েছিলেন ৩ লক্ষ ৯৩ হাজার ২৩৩ ভোট।
নয়াদিল্লিঃ কলকাতার অন্যতম গুরত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল যাদবপুর। প্রতিবারই পাখির চোখ থাকে এই কেন্দ্রে। ২০২৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। অন্যদিকে সিপিএমের (CPIM) হয়ে দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) । অন্যদিকে বিজেপির (BJP) হয়ে লড়ছেন ডঃ অনির্বাণ গাঙ্গুলী। এই কেন্দ্রে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। ১ লা জুন, অর্থাৎ শেষ দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। মোট ৬ লক্ষ ৮৮ হাজার ৪৭২ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অনুপম হাজরা। তিনি পেয়েছিলেন ৩ লক্ষ ৯৩ হাজার ২৩৩ ভোট। যাদবপুর লোকসভা কেন্দ্রের ন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই বিধানসভা কেন্দ্রগুলি হল- সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, বারুইপুর পূর্ব ও পশ্চিম, ভাঙড় ও টালিগঞ্জ। এই কেন্দ্রে মোট ২২ লক্ষের বেশি ভোটার রয়েছে। ২০০৯ সালে এই কেন্দ্রে প্রথম জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ছিলেন গায়ক কবীর সুমন। ৫ লক্ষ ৪০ হাজার ৬৬৭ ভোটে জয়ী হয়েছিলেন তিনি।