Balurghat Lok Sabha Election Results 2024 Live: বালুরঘাট লোকসভা কেন্দ্রে এগিয়ে কে? জেনে নিন বিস্তারিত

বর্তমানে বালুরঘাটে বেশ সক্রিয় বিজেপি। অন্যদিকে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল। তবে হাওয়া ঘোরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দলও।

কলকাতাঃ এ বারের নির্বাচনে যথেষ্ট উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র হল বালুরঘাট। এই কেন্দ্রে মোট ২০১৯-এর নির্বাচনে ৭ লক্ষ ১১ হাজার ৮৭২ ভোটে জিতেছলেন শিশির অধিকারী। অন্যদিকে সিপিএমকে পিছিনে ফেলে ৪২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। সেগুলি হল- কুমারগঞ্জ, হরিরামপুর,বালুরঘাট,গঙ্গারামপুর, তপন,কুশমণ্ডি ও ইটাহার। এই মধ্যে ৪ টি কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। বাকি তিনটি বিজেপির। এক সময় বাম দুর্গ বলেই পরিচিত ছিল বালুরঘাট। ২০১৪ পর্যন্ত ক্ষমতা ছিল বামেদের হাতে। এরপরই হয় রথবদল। ২০১৪ লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ২০১৯ সালেও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন অর্পিতা, তবে তাঁকে হারিয়ে ক্ষমতায় আসেন বিজেপির রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি। ৫ লক্ষ ৩৯ হাজার ৩১৭ ভোটে জয়ী হন সুকান্ত।

তাঁর হাত ধরেই বালুরঘাটে গেরুয়া ঝড় আসে। সেই ধারা এখনও অব্যাহত। বর্তমানে বালুরঘাটে বেশ সক্রিয় বিজেপি। অন্যদিকে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল। তবে হাওয়া ঘোরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দলও। এ বার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। গেরুয়া শিবিরের দায়িত্ব সুকান্ত মজুমদারের কাঁধেই। অন্যদিকে পুরনো দুর্গ ফিরে পেতে চাইবে আপ্রাণ চেষ্টা চালাবে বামফ্রন্ট। তাই বোঝাই যাচ্ছে লড়াই হবে হাড্ডাহাড্ডি।



@endif