Krishnanagar Lok Sabha Election Results 2024 Live: কৃষ্ণনগরে এগিয়ে কে? জেনে নিন বিস্তারিত

২০০৯ সালে জ্যোতির্ময়ী শিকদারকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা তাপস পাল। ২০১৪ সালেও জিতেছিলেন তিনিই। এরপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ১৪ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র।

কলকাতাঃ চতুর্থ দফায় নির্বাচন (Lok Sabha Election 2024)হয়ে গিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে (krishnanagar Lok Sabha Constituency)। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে লড়ছেন মহুয়া মৈত্র (Mahua Maitra) । অন্যদিকে ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছেন অমৃতা রায়। সিপিএমের হয়ে লড়ছেন এস.এম সাদি। পলাশিপাড়া, কালীগঞ্জ,তেহট্ট, কৃষ্ণনগর উত্তর, নাকাশিপাড়া, ছাপড়া, এবং কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ১৬ লক্ষ ৩১ হাজার ৬৯৮ জন।

২০০৯ সালে জ্যোতির্ময়ী শিকদারকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা তাপস পাল। ২০১৪ সালেও জিতেছিলেন তিনিই। এরপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ১৪ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। যদিও ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। অন্যদিকে বিজেপির হয়ে ৫ লক্ষ ৫১ হাজার ৬৫৪ টি ভোট পেয়েছিলেন কল্যাণ চৌবে। সে বার ভোটবৃদ্ধি হয়েছিল বিজেপির। সিপিআইএমএল পেয়েছিল মাত্র ৮.৮০ শতাংশ ভোট। রাজনীতির পাতা ওল্টালে দেখা যাবে, ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে ধারাবাহিক ভাবে জিতে আসছে তৃণমূল কংগ্রেস। এ বারও সেই ধারা অব্যহত রাখতে পারে কি না তৃণমূল কংগ্রেস, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কৃষ্ণনগরে কে হাসবে শেষ হাসি তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ৪ ঠা জুন পর্যন্ত।