Kanthi Lok Sabha Election Results 2024 Live: ভোটের আবহে জেনে নিন কাঁথি লোকসভা কেন্দ্রের হালহকিকত
২০১৯-এর নির্বাচনে ৭ লক্ষ ১১ হাজার ৮৭২ ভোটে জিতেছলেন শিশির অধিকারী। অন্যদিকে সিপিএমকে পিছিনে ফেলে ৪২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি।
নয়াদিল্লিঃ পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথি লোকসভা কেন্দ্র (Kanthi Loksabha Constituency)। অধিকারী পরিবারের দুর্গ বলা চলে এই কেন্দ্রকে। ২০০৯ সাল থেকে ঠিক আজ পর্যন্ত এই কেন্দ্রের দখল তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sishir Adhikari) হাতে। তবে বর্তমানে তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। এ বার কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উত্তম বারিক। অন্যদিকে বিজেপির (BJP) হয়ে লড়ছেন শিশির-পুত্র সৌমেন্দু অধিকারী। এই কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ২৫ শে মে।
২০১৯-এর নির্বাচনে ৭ লক্ষ ১১ হাজার ৮৭২ ভোটে জিতেছলেন শিশির অধিকারী। অন্যদিকে সিপিএমকে পিছিনে ফেলে ৪২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে সে বার লড়েছিলেন ডঃ দেবাসিশ সামন্ত। তিনি পেয়েছিলেন মোট ৬ লক্ষ ২০৪ টি ভোট। আটটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই কাঁথি লোকসভা কেন্দ্র। সেগুলি হল খেজুরি, ভগবানপুর,পটাশপুর, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ,দিঘা এবং চাঁদিপুর। যার মধ্যে ৪ টি বিজেপির দখলে। রাজনৈতিক মহলে 'অধিকারী গড়' হিসেবেই পরিচিত এই কাঁথি লোকসভা কেন্দ্র। অধিকারী পরিবারের নিয়ন্ত্রণাধীন এই কেন্দ্র। এখনও তাই রয়েছে, তবে রঙ বদলেছে খানিকটা। ক্রমশ বিজেপির ঘাঁটি হয়ে উঠেছে এই এলাকা। গেরুয়া ঝড়ের দাপটে অনেকটাই ফিকে হয়ে পড়েছে ঘাস ফুলের অস্তিত্ব। তাঁর কারণ হতে পারে শিশির অধিকারীর দলবদল। তবে এই কেন্দ্রে শাসক দলকে দুর্বল ভাবলে ভুল হবে। তাই আঁচ করাই যাচ্ছে এই সিটে রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে।