Ghatal Lok Sabha Election Results 2024 Live: দেব না হিরন, ঘাটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে কে? রইল বিস্তারিত
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন দেব। তবে ২০১৪ সালের থেকে ২ শতাংশ ভোট কম পেয়েছিলেন তিনি। গতবার দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি।
কলকাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্র। আগে এই কেন্দ্রটি পাঁশকুড়া লোকসভা কেন্দ্র ছিল। ২০১৪ সাল থেকে এই কেন্দ্রে ফুল ফুটিয়ে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। পরপর দু'বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন টলিউড অভিনেতা দীপক অধিকারী। এ বারের নির্বাচনেও তাঁকেই টিকিট দিয়েছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন আরও এক টলিউড অভিনেতা হিরন চ্যাটার্জী । ২৫ শে মে এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন দেব। তবে ২০১৪ সালের থেকে ২ শতাংশ ভোট কম পেয়েছিলেন তিনি। গতবার দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে ৬,০৯,৯৮৬ ভোট পেয়েছিলেন ভারতী ঘোষ। দেব পেয়েছিলেন ৭,১৭,৯৫৯ টি ভোট। ২০১৪ সালে সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে ২ লক্ষের বেশি ভোটে হারিয়ে প্রথমবারের মতো জয়ী হয়েছিলেন দেব। সে বার ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন তিনি। ২০১৯ সালেও তাঁর উপরই ভরসা রেখেছেন এই লোকসভা কেন্দ্রের মানুষজন।
পশ্চিম মেদিনীপুরের ছয় ও পূর্ব মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রগুলি হল পাঁশকুড়া,পিংলা, ডেবরা, পশ্চিম সবং, দাসপুর,কেশপুর এবং ঘাটাল । একমাত্র ঘাটালে বিজেপি বিধায়ক। বাকি সব তৃণমূলের দখলে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা ২২ লক্ষ ৫৯ হাজার ৫০। ২০১৯ সালে পুরুষ ভোটার ছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ২৯৪ জন। আর মহিলা ভোটার ছিলেন ৮ লক্ষ ৭৬ হাজার ৬৮৮ জন।