ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে রণক্ষেত্র কাঁকিনাড়া, দুই গোষ্ঠির বোমাবাজি, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, রিপোর্ট তলব কমিশনের

বিধানসভা উপনির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কাঁকিনাড়া। ১২টা থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাটপাড়ার পরিস্থিতি।

১৯ মে, ২০১৯:‌ বিধানসভা উপনির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কাঁকিনাড়া। ১২টা থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাটপাড়ার(Bhatpara) পরিস্থিতি। কাঁকিনাড়া হাইস্কুলের বুথে মদন মিত্র পৌঁছনোর পরই নতুন করে উত্তেজনা ছড়ায়। বুথের ভিতর আক্রান্ত হন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী। বহিরাগতরা তাঁকে বুথে ঢুকতে বাঁধা দেন বলে অভিযোগ। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পরেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাটপাড়ার বিভিন্ন বুথে ঘুরতে থাকেন মদন মিত্র (Madan Mitra)। কাঁকিনাড়ায় পৌঁছনোর পরেই মদন মিত্রের উপস্থিতিতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আচমকাই শুরু হয় বোমাবাজি। তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। বোমাবাজি বাড়তে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে তাঁরা। গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এখনও এলাকা থমথমে রয়েছে। নতুন করে বোমাবাজি শুরু না হলেও গোটা এলাকায় সুনসান হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।