Lok Sabha Elections Results 2024: ইভিএম পর্যন্ত পৌঁছল না সন্দেশখালির বিক্ষোভ, হারের ধাক্কায় বুথ ছাড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র

যে সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে ভোটের আগে প্রচারে নেমেছিল বিজেপি। সেই সন্দেশখালির হাওয়া ইভিএম পর্যন্ত পৌঁছল না। তার আগেই বিলীন হয়ে গেল।

BJP candidate Rekha Patra (Photo Credits: X)

বাংলা জুড়ে ইতিমধ্যেই বইতে শুরু করেছে তৃণমূলের (TMC) হাওয়া। কেন্দ্রে কেন্দ্রে উড়ছে সবুজ আবির। বেলা যত গড়াচ্ছে তৃণমূলের জয়ের ইঙ্গিত আরও প্রকট হচ্ছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুসারে বেলা ১২টা অবধি ৩০টি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুকে কেন্দ্র করে ভোটের আগে প্রচারে নেমেছিল বিজেপি। সেই সন্দেশখালির হাওয়া ইভিএম পর্যন্ত পৌঁছল না। তার আগেই বিলীন হয়ে গেল। মঙ্গলবার, ৪ জুন ভোট গণনার সকাল থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র জয় নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও ক্রমশ সেই চিত্র বদলাতে শুরু করেছে। বেলা ১২টার পর কমিশনের পরিসংখ্যান বলছে, তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম ১ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন। এই বিপুল মার্জিন টোপকে এগিয়ে যাওয়া রেখার পক্ষে একপ্রকার সম্ভব নয় বলেই ধরে নিয়েছে ভোট কুশলীরা।

আরও পড়ুনঃ ‘স্মৃতি’হারা হতে চলেছে আমেঠি? কিশোরীলালের ‘হাত’ ধরে গান্ধী গড় ফেরার ইঙ্গিত!

সন্দেশখালি (Sandeshkhali) ইস্যু উড়িয়ে ফের বসিরহাটে (Basirhat) তৃণমূলের জয় প্রায় নিশ্চিত। হারের ধাক্কা মেনে নিতে না পেরে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গেলেন পদ্মপ্রার্থী রেখা (Rekha Patra)। তিনি বেরিয়ে যেতেই তাঁর গাড়ি ধাওয়া করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।

সন্দেশখালিতে জিতছে তৃণমূল... 

ডায়ামন্দ হারবার, যাদবপুর, হাওড়া, ব্যারাকপুর, ঘাটাল, শ্রীরামপুর, দমদম, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, বারাসাত সহ প্রায় ৩০টি আসনে চার রাউন্ড গণনার শেষে ব্যাপক মার্জিনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে কর্মী সমর্থকেরা জড়ো হয়ে আবির খেলা শুরু করেছে।



@endif