Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

মিটল দীর্ঘ ভোটপর্ব। সাত দফায় বাংলার ৪২টি লোকসভা আসনের নির্বাচন শেষ হল। ভোটের ফলপ্রকাশ হতে মাঝে আর মাত্র দুটো দিন। আগামী মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ।

Who will win in West bengal. (Photo Credits: X)

পার্থ প্রতিম চন্দ্র: মিটল দীর্ঘ ভোটপর্ব। সাত দফায় বাংলার ৪২টি লোকসভা আসনের (Lok Sabha Elections 2024)নির্বাচন শেষ হল। ভোটের ফলপ্রকাশ হতে মাঝে আর মাত্র দুটো দিন। আগামী মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। তার আগে তর যেন সইছে না। সবাই জানতে চাইছে রাজ্যে কারা জিততে চলেছে। আর তার জবা দিতে হাজির নানা সংস্থার এক্সিট পোল। এবার লোকসভা ভোটে রাজ্যে কড় টক্কর হয়। বাংলা দখলে মরিয়া বিজেপি সর্বশক্তি উজাড় করে দিদিকে হারাতে প্রচার করে। অন্যদিকে, তিন বছর আগে বিধানসভা ভোটে হারানোর পর মোদী-শাহ-কে আরও একবার বাংলায় হারাতে মমতা-অভিষেকও সব চেষ্টা করেন। বামেরা এবার গা ঝাড়া দিয়ে উঠে প্রচার করেছে। সীমিত শক্তি নিয়ে কংগ্রেসও কম যায়নি।

কোচবিহার থেকে কাকদ্বীপ, বালুরঘাট থেকে বীরভূম, মালদা থেকে মথুরাপুর-সর্বত্র জমিয়ে প্রচার করে সব দল। বাংলায় এবার ভোটদানের হার বেশ ভাল। হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপির হয়ে তমলুক থেকে ভোটে দাঁড়িয়ে গোটা দেশের নজরে। সন্দেশখালি কাণ্ডের অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে বসিরহাট কেন্দ্রেও আকর্ষণের কেন্দ্রবিন্দু। অর্জুন সিংয়ের দলবদলে বিজেপি প্রার্থী হয়ে ব্যারাকপুরে ভোট দাঁড়ানোটাও বাংলার ভোট নিয়ে আগ্রহ বাড়িয়েছে। আরও পড়ুন-বঙ্গের কোন ফুলে কত লোকসভা আসন? হাত আর কাস্তে কি চিন্তায় ফেলবে দুই শিবিরকে? দেখুন এগজিট পোল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ডায়মন্ড হারবার, সুকান্ত মজুমদারের বালুরঘাট, অধীর চৌধুরীর বহরমপুর, দিলীপ ঘোষ দাঁড়ানোয় বর্ধমান-দুর্গাপুর, হুগলিতে দুই অভিনেত্রীর লড়াই--এবার বাংলার ভোটে অনেক মুখরোচেক দ্বৈরথ নিয়ে জমে ওঠে।

চার দলের অন্দরের হিসেব

তৃণমূলের হিসেব: ২৮-৩৪টি আসন

বিজেপির হিসেব: ৩০-৩২টি আসন

বাম-কং হিসেব: ৩-৫টি আসন

জোর টক্কর হচ্ছে যে সব আসনে (১২): বালুরঘাট, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান দুর্গাপুর, বিষ্ণুপুর, আরামবাগ, তমলুক, মেদিনীপুর, ব্যারাকপুর, হাওড়া। যেই জিতুক ব্যবধান কম থাকতে পারে। এই দশটির মধ্যে গতবার তৃণমূল জিতেছিল ৫টি-তে, বিজেপি ৫টি, কংগ্রেস ২টি-তে।

সর্বভারতীয় সংবাদসংস্থাগুলির বিভিন্ন এক্সিট পোলের গড় হিসেব-

পশ্চিম বাংলা (৪২টি আসন)

তৃণমূল জিততে পারে-২০টি আসন

বিজেপি জিততে পারে-২১টি আসন

কংগ্রেস-১টি আসন

গত লোকসভার ফল

তৃণমূল জয়ী-২২

বিজেপি জয়ী-১৮

কংগ্রেস জয়ী-২