Lok Sabha Elections 2024: শান্তিপূর্ণ দ্বিতীয় দফার ভোটের মাঝে বালুরঘাটে অশান্তি, প্রার্থী সুকান্তের সঙ্গে তৃণমূল কর্মীদের তুমুল বচসা
বালুরঘাটের তপন বিধানসভা কেন্দ্রের ১০০ নম্বর বুথে সুকান্ত মজুমদারকে দেখে 'গো ব্যাক' স্লোগান ওঠে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই কেন্দ্রের বাইরে প্রচুর তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিল।
Lok Sabha Elections 2024: শুক্রবার, ২৬ এপ্রিল সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। দেশের ১৩টি রাজ্য মিলিয়ে এদিন মোট ৮৯টি আসনে ভোট পর্ব শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩টি আসন। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। স্ত্রীকে নিয়ে সকাল সকাল বালুরঘাটের পৌরসভা কমিউনিটি হলের ৪৮ নম্বর ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সকাল থেকেই বালুরঘাটের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটারদের ভিড় চোখে পড়েছে। রায়গঞ্জ এবং দার্জিলিঙেও একই চিত্র ধরা পড়েছে। তবে শুক্রবার দ্বিতীয় দফার শান্তিপূর্ণ ভোটপর্বের মাঝেই অশান্তির আঁচ। বালুরঘাটের তপন বিধানসভা কেন্দ্রের ১০০ নম্বর বুথে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দেখে 'গো ব্যাক' স্লোগান ওঠে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই কেন্দ্রের বাইরে প্রচুর তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিল। তারাই সুকান্তকে দেখা মাত্রই সরব হন। 'গো ব্যাক' স্লোগান তোলেন। যদিও তৃণমূল কর্মীদের পালটা অভিযোগ, শান্তিপূর্ণ ভোটের মাঝে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বঙ্গ বিজেপির সভাপতি।
বচসা...
তৃণমূল কর্মীদের সঙ্গে সুকান্তের বাকবিতণ্ডার একটি ভিডিয়ো উঠে এসেছে সংবাদ সংস্থা এএনআই-এ।