Loksabha Election Results 2024: বাংলায় শুরু 'মমতা ম্যাজিক', জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালিঘাটে পিসির সঙ্গে দেখা করতে এলেন তিনি, দেখুন ভিডিয়ো

সবুজ আবিরে নিজেদের রাঙিয়ে তুলেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন ধরনের কাট আউট তৈরি করেছেন তাঁরা। হাতে লক্ষ্মীর ভাণ্ডারের কাট আউট নিয়ে, 'খেলা হবে' স্লোগান দিচ্ছেন কেউ-কেউ।

অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়ি (ছবিঃ PTI)

কলকাতাঃ সকাল গড়িয়ে দুপুর। ভোট গণনার (Lok Sabha Election Results 2024) প্রায় ৫ ঘণ্টা শেষ। বঙ্গে ফের পাল্লা ভারী সবুজের। পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনের মধ্যে ৩১ টিতে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। ১০ টি আসনে এগিয়ে ১০, কংগ্রেস ১, বাম ০। ডায়মন্ড হারবারে ৪ লক্ষ ৬৫ হাজার ৬৫২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের গ্যারান্টিতেই ভরসা রেখেছে ডায়মন্ড হারবারের মানুষ তা স্পষ্ট। এ বার নিজের বাড়ি থেকে কালো গাড়ি চেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা দিলেন তৃণমূল কংগ্রেস সেনাপতি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ১১ টার পর থেকেই সেলিব্রেশন মুডে কালিঘাট। মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে চলছে জয় উল্লাস। সবুজ আবিরে নিজেদের রাঙিয়ে তুলেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন ধরনের কাট আউট তৈরি করেছেন তাঁরা। হাতে লক্ষ্মীর ভাণ্ডারের কাট আউট নিয়ে, 'খেলা হবে' স্লোগান দিচ্ছেন কেউ-কেউ।

দেখুন ভিডিয়ো



@endif