Kolkata Swimming Club Fire: পুড়ল কলকাতার আইকনিক সুইমিং ক্লাব, কোনও হতাহতের খবর নেই

শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

House on Fire (Representational Image) (Photo Credit: Pixabay)

কলকাতা: ভবানীপুর সুইমিং ক্লাব, কলকাতার আইকনিক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, যা ঐতিহ্যগতভাবে পশ্চিমবঙ্গকে অনেক প্রতিভাবান সাঁতারু উপহার দিয়েছে বিধ্বংসী আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এর প্রাক্তন সদস্যদের মধ্যে একজন উত্তম কুমারকে গণনা করা হয়। শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার কিছু পরে প্রথম আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তবে গতকাল রাতে প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই প্রায় গোটা ক্লাব চত্বর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যে কর্মীরা সেখানে রাতে থাকতেন, তাঁরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন এবং কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে আরও তিনটি দমকলের গাড়ি যোগ দিলে মোট সংখ্যা দাঁড়ায় ১০। প্রায় পাঁচ ঘণ্টার কঠোর পরিশ্রমের পর রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এমনকী, শনিবার গভীর রাতে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও (Sujit Basu) ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ তদারকি করেন। পরে রাজ্যের বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas) তাঁর সঙ্গে যোগ দেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দুজনই ঘটনাস্থলে ছিলেন।

জানা গেছে, ক্লাব কক্ষের ভেতরে টিনের শেডসহ বেশ কয়েকটি ছোট ছোট কেবিন ও লকার-রুম থাকায় শীতের রাতেও ক্লাব চত্বরের ভেতরটা উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ক্লাবের ভিতরের জিমন্যাসিয়ামের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, "ভালো ব্যাপার হল, আগুন আশেপাশের বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়েনি