Kolkata Doctor Rape-Murder Case: আরজি করে CISF সুরক্ষায় রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার
মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুন কাণ্ডের পর আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বভার সিআইএসএফ-এর ওপর দিয়েছে সুপ্রিম কোর্ট। কয়েক দিন ধরে আরজি করের নিরাপত্তার দায়িত্বে আছে CISF।
কলকাতা, ৩ সেপ্টেম্বর: মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুন কাণ্ডের পর আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বভার সিআইএসএফ-এর ওপর দিয়েছে সুপ্রিম কোর্ট। কয়েক দিন ধরে আরজি করের নিরাপত্তার দায়িত্বে আছে CISF। কিন্তু CISF জওয়ানদের সঙ্গে সহযোগিতা করছে না রাজ্য সরকার। এই অভিযোগে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। আরজি কর নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-কে কাজে বাধা দিচ্ছে রাজ্য সরকার। এমনও অভিযোগও তুলেছে মোদী সরকার।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের নিরাপত্তায় মোট ৯২ জন CISF জওয়ান মোতায়েন করা হয়েছে। এঁদের মধ্যে আছেন ৫৪জন মহিলা জওয়ান। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, CISF কর্মী জওয়ানদের কোনওরকম সুযোগ সুবিধা দিচ্ছে না রাজ্য। নিরাপত্তা সরঞ্জাম রাখার জায়গা দেওয়া হচ্ছে না।মহিলা নিরাপত্তাকর্মীরা থাকার জায়গা পাচ্ছেন না। বারবার অনুরোধ করা সত্ত্বেও জওয়ানদের সুযোগ সুবিধা না দিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ অমান্য করছে বলে অভিযোগ কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন-ঘামে সিক্ত শরীর, চোখে নেই চশমা, বিধ্বস্ত চেহারায় আদালত থেকে নিজাম প্যালেস এলেন সন্দীপ
এদিকে,লালবাজারের (Lalbazar) সামনে থেকে ধর্না মঞ্চ উঠলেও তাঁদের আন্দোলন জারি থাকবে। মঙ্গলবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) সঙ্গে দেখা করে লালবাজার থেকে বাইরে বেরিয়ে এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সোমবার সারারাত ফিয়ার্স লেনের রাস্তায় নিজেদের অবস্থানে অনড় ছিল আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে ব্যারিকেট সরিয়ে তাঁদের আরও ১০০ মিটার এগোনোর অনুমতি দেয় পুলিশ। সেখান থেকে ২২ জনের প্রতিনিধি দল লালবাজারের ভিতরে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যায়। চলে লম্বা আলোচনা। প্রায় দেড় ঘণ্টা পর বের হন তাঁরা।