Kolkata Rains Weather Update: শুক্রের শহরে স্বস্তির বৃষ্টি বদলে ভোগান্তির, কতক্ষণ চলবে দুর্যোগ!

শুক্রবার সকাল থেকে কলকাতা জুড়ে চলছে বৃষ্টি। বর্ষাকাল চললেও গত কয়েকদিন ধরে সেভাবে বৃষ্টি হয়নি শহরে। গরমও পড়ে গিয়েছিল বেশ। ভোর ৪টে থেকে শহরের বিভিন্নপ্রান্তে শুরু হয়েছে বৃষ্টি।

কলকাতা, ১২ জুলাই: শুক্রবার সকাল থেকে কলকাতা জুড়ে চলছে বৃষ্টি। বর্ষাকাল চললেও গত কয়েকদিন ধরে সেভাবে বৃষ্টি হয়নি শহরে। গরমও পড়ে গিয়েছিল বেশ। ভোর ৪টে থেকে শহরের বিভিন্নপ্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। একেবারে অবিরাম ধারায় সমানে চলছে বৃষ্টি। ভোর সাড়ে ৪টা থেকে ঘণ্টখানেক বৃষ্টির গতি বেশ ভালই ছিল। তারপর বৃষ্টি কমলেও থামেনি। এর ফলে শহরের কিছু জায়গায় জল জমে থাকারও খবর আসছে। এতে স্বস্তির বৃষ্টি বদলে গিয়েছে সমস্যায়। কাজের দিনে সকালে বৃষ্টি মানেই যাতায়াত ব্যবস্থায় প্রভাব পড়া, আর তার মানেই নিত্যযাত্রীদের সমস্যা। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপাত্রা ৩১ ডিগ্রি, ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়াতে পারে। সকাল ১১টা নাগাদ ফের জায়গায় জায়গায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে শহরে। সেই সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৭০ শতাংশের কাছাকাছি। আবহাওয়ার পূর্বাভাষ, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৬০ শতাংশের আশেপাশে। বিকেল পাঁচটার বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শহরের কিছু জায়গায় তখনও বৃষ্টি চলতে পারে।

দেখুন ভিডিয়ো

আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা।ফলে তার প্রভাবে দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।