Kolkata: বেপরোয়া গতির দৌরাত্ম্য শহর কলকাতায়, বাইপাসে উল্টে গেল পুলকার, গুরুতর জখম এক পড়ুয়া সহ দুই
মঙ্গলবারের পর আবার বৃহস্পতিবার। সল্টলেকে দুই বাসের রেষারেষির ঘটনায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বাইপাসে দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়ারা।
মঙ্গলবারের পর আবার বৃহস্পতিবার। সল্টলেকে দুই বাসের রেষারেষির ঘটনায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বাইপাসে দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়ারা। জানা যাচ্ছে, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ (EM Bypass) ধাপার কাছে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে। দুর্ঘটনায় আহত হন এক নাবালিকা ছাত্রী ও গাড়ির চালক। সেই সময় গাড়িতে ছিল আরও দুই পড়ুয়া এবং এক মহিলা কর্মী। বাকিরা সকলে সুস্থ থাকলেও আহত হয়েছেন দুজনে। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করিয়েছেন। যদিও তাঁদের অবস্থা স্থীতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ফাঁকা রাস্তা থাকায় স্বাভাবিকের থেকে বেশি গতিতেই ছুঁটে আসছিল ওই পুলকার। তবে কিছুক্ষণের মধ্যেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপরেই সজোরে দাড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। গতিটা এতই ছিল যে গাড়ির সামনের অংশ ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এরপর তড়িঘড়ি আহত পড়ুয়া অঙ্কিতা পাল ও চালক সৌরভ দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করে হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অসুস্থতার কারণে আপাতত চালককে গ্রেফতার করেনি পুলিশ। প্রসঙ্গত, দিনদুয়েক আগেই সল্টলেকে দুটি বাসের রেষারেশি কারণে এক নাবালকের মৃত্যু ঘটেছিল।