Kolkata Metro: কলকাতাবাসীদের জন্যে সুখবর, নিউ গড়িয়া-রুবি লাইনে বাড়ছে মেট্রো, সময়সূচীতে বিরাট পরিবর্তন
তদিন পর্যন্ত 'অরেঞ্জ’ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪৮ বার মেট্রো চলত। কিন্তু আগামী ৫ অগাস্ট থেকে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৭৪ (আপ ৩৭, ডাউন ৩৭)। সোম থেকে শুক্র নয় এখন থেকে শনিবারও এই পরিষেবা চালু থাকবে।
কলকাতা, ৩০ জুলাইঃ কলকাতাবাসীদের জন্যে সুখবর। বাড়ছে মেট্রো পরিষেবার সময়। বাড়ছে মেট্রোর সংখ্যাও। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি (Kavi Subhash to Hemanta Mukhopadhyay Metro) পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করার কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া 'অরেঞ্জ' লাইনে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত 'অরেঞ্জ’ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪৮ বার মেট্রো চলত। কিন্তু আগামী ৫ অগাস্ট থেকে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৭৪ (আপ ৩৭, ডাউন ৩৭)। সোম থেকে শুক্র নয় এখন থেকে শনিবারও এই পরিষেবা চালু থাকবে। নিউ গড়িয়ে এবং রুবি রুটে মেট্রো সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মেট্রো চলাচলের সময় সীমাও।
কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে দুই স্টেশন থেকেই প্রথম মেট্রোটি ছাড়ে সকাল ৯টায়। নিত্য মেট্রো যাত্রীদের সুবিধার কথা ভেবে সেই সূচিতে বদল আনা হয়েছে। কলকাতা মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এবার থেকে ৯টার বদলে সকাল ৮টা থেকে চলবে দুই স্টেশনের মেট্রো। এবং ওই লাইনে শেষ মেট্রোর সময় ৪:৪০ মিনিট থেকে পিছিয়ে করা হয়েছে রাত ৮টা। অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ৮টা। ১২ ঘণ্টা নিউ গড়িয়ে এবং রুবি রুটে চলাচল করবে মেট্রো। আগামী ৫ অগাস্ট থেকে চালু হবে এই নয়া পরিষেবা। আপাতত কেবল রবিবার বন্ধ থাকবে 'অরেঞ্জ' লাইন মেট্রো পরিষেবা।
মেট্রো যাত্রীদের সুখবর দিল মেট্রোরেল...