Kolkata: গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে প্রায় ১৩ লাখ টাকা নিয়ে গেল দুষ্কৃতীরা

গ্যাস কাটার (Gas cutter) দিয়ে এটিএম (ATM) ভেঙে ১৩ লাখ টাকা নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা (Tiljala Police Station) এলাকায়। এবিপি আনন্দর খবর অনুযায়ী, শুক্রবার ভোররাতে তিলজলা থানা এলাকার সিএন রায় রোডে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম কিয়স্কে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নেভানোর পর দেখা যায়, এটিএম মেশিনের পিছনের অংশ গ্যাস কাটার দিয়ে কাটা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুলিশ ঘটনার কথা জানায়।

ছবিটি প্রতীকী (Photo: PTI)

কলকাতা, ২০ নভেম্বর: গ্যাস কাটার (Gas cutter) দিয়ে এটিএম (ATM) ভেঙে ১৩ লাখ টাকা নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা (Tiljala Police Station) এলাকায়। এবিপি আনন্দর খবর অনুযায়ী, শুক্রবার ভোররাতে তিলজলা থানা এলাকার সিএন রায় রোডে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম কিয়স্কে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নেভানোর পর দেখা যায়, এটিএম মেশিনের পিছনের অংশ গ্যাস কাটার দিয়ে কাটা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুলিশ ঘটনার কথা জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৩ লাখ টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা। যদিও এটিএম কিয়স্কে কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার সময় ফুলকি থেকে আগুন লেগে থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন: Dilip Ghosh Sends Legal Notice to Jyotipriya Mallick: তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, জ্যোতিপ্রিয় মল্লিককে আইনি নোটিশ দিলীপ ঘোষের

পুলিশ সূত্রে খবর, ওই কিয়স্কে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। এটিএম কাউন্টারের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।



@endif