পুজোর আগেই চালু হচ্ছে 'ইস্ট ওয়েস্ট মেট্রো', জানুন দেশে জলের নীচে প্রথম মেট্রোয় কী কী স্টেশন থাকবে

কলকাতা মেট্রোর মুকুটে বসতে চলেছে নয়া পালক। দেশের প্রথম হিসেবে জলের তলা দিয়ে ছুটতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। হাওড়া থেকে সল্টলেক স্কেটর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) করিডোরের প্রথম ধাপ খুব শীঘ্রই চালু হবে।

কলকাতায় জলের তলায় মেট্রো। (Photo Credits: Indian Railways)

কলকাতা, ১০ অগাস্ট:  Stations of Kolkata Metro Line 2 - কলকাতা মেট্রোর মুকুটে বসতে চলেছে নয়া পালক। দেশের প্রথম হিসেবে জলের তলা দিয়ে ছুটতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) করিডোরের প্রথম ধাপ খুব শীঘ্রই চালু হবে। পুজোর আগেই এই লাইনের প্রথম ধাপে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চালু হয়ে যেতে পারে। তারপর ফুলবাগান থেকে শিয়ালদহ এবং সব শেষে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড হয়ে হুগলি নদী পেরিয়ে মেট্রো পরিষেবা চালু হবে হাওড়া পর্যন্ত।

জলের তলায় অর্থাৎ নদীর নীচে দিয়ে চলাচলের জন্য চার স্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নদীর ভিতরে ৫২০ মিটার লম্বা এবং প্রায় ৩০ ফুট গভীর সুড়ঙ্গের কাজ দ্রুতগতিতে চলছিল। ১৬ কি. মি. দীর্ঘ ইস্ট- ওয়েস্ট মেট্রো রেল সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানকে সংযুক্ত করেছে। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের শেষে মেট্রোটি খুব শীঘ্রই সেক্টর ৫ থেকে সল্টলেকে স্টেডিয়াম পর্যন্ত চালু হতে চলেছে। আরও পড়ুন-চিনের 'ভাসমান ট্রেন' এবার ছুটবে প্লেনের চেয়েও বেশি গতিতে, ৬০০ কিমি/ঘণ্টার উড়ন্ত ট্রেন দেখুন

রেলমন্ত্রী পীযুষ গোয়েল টুইটের মাধ্যমে জানান, " হুগলি নদীর জলতলবর্তী মেট্রো রেল শীঘ্রই চালু হতে চলেছে কলকাতায়। প্রযুক্তির এটি একটি অভিনব প্রয়াস, যা ভারতীয় রেলের (Indian Railway) ইতিহাসকে আরো উন্নত করবে। এটি কলকাতা তথা ভারতবাসীর কাছে এক গর্বের বিষয়।"

প্রথম ধাপে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত

সল্টলেক সেক্টর ফাইভ

করুণাময়ী

সেন্ট্রাল পার্ক

সিটি সেন্টার

বেঙ্গল কেমিক্যালস

সল্টলেক স্টেডিয়াম

ফুলবাগান

দ্বিতীয় পর্যায়ে যোগ হবে

শিয়ালদহ

তারপর যোগ হবে

এসপ্ল্যানেড

সব শেষে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড হয়ে হুগলি নদী পেরিয়ে মেট্রো পরিষেবা চালু হবে হাওড়া পর্যন্ত।

তখন যেসব স্টেশন যোগ হবে

নয়া মহাকরণ (বিবাদি বাগ)

হাওড়া

হাওড়া ময়দান

এরপর সল্টলেক সেক্টর ফাইভের সঙ্গে তেঘরিয়া যোগ হবে

তখন স্টেশন হবে

তেঘরিয়া/হলদিরাম

রঘুনাথপুর

বাগুইআটি

দমদম পার্ক

কেষ্টপুর

কলকাতা মেট্রো লাইন টু-লাইনের প্রস্তাবিত মোট ১৭টি স্টেশন হল--

১) তেঘরিয়া/হলদিরাম

২) রঘুনাথপুর

৩) বাগুইআটি

৪) দমদম পার্ক

৫) কেষ্টপুর

৬) সল্টলেক সেক্টর ফাইভ

৭) করুণাময়ী

৮) সেন্ট্রাল পার্ক

৯) সিটি সেন্টার

১০) বেঙ্গল কেমিক্যালস

১১) সল্টলেক স্টেডিয়াম

১২) ফুলবাগান

১৩) শিয়ালদহ

১৪) এসপ্ল্যানেড

১৫) নয়া মহাকরণ (বিবাদি বাগ)

১৬) হাওড়া

১৭) হাওড়া ময়দান



@endif