Bhangar MLA Naushad Siddiqui: জামিন নাকচ নওশাদের, ভাঙড়ের বিধায়ককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত

বুধবারও জামিন পেলেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

নওশাদ সিদ্দিকি (Photo Credits: FB)

কলকাতা: বুধবারও জামিন পেলেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) নেতা ও ভাঙড়ের বিধায়ক (Bhangar MLA) নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতের সিটি সেশন কোর্টে ( City Session Court) তোলা হয়। সেখানে বিচারক নওশাদের আইনজীবীর করা জামিনের আবেদন (bail plea) খারিজ (reject) করে তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে (Jail custody) পাঠানোর নির্দেশ দেন। এর ফলে আগামী ফেব্রুয়ারি ১৫ জেলে থাকতে হবে বাম জোটের একামত্র বিধায়ককে।

গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় বড় সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই কর্মসূচিতে আসতে আইএসএফ কর্মীদের বাধা দেয় শাসকদল তৃণমূলের কিছু দুষ্কৃতী। ভাঙড়ে পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। স্থানীয় বিধায়ক নওশাদের উপরেও হামলার অভিযোগ ওঠে ভাঙড়ের বাহুবলী  তৃণমূল নেতা আরাবুল ইসলামের দলবলের বিরুদ্ধে। অন্যদিকে আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের তিনটি পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ভাঙড় শুরু হওয়া গণ্ডগোলের রেশ এসে পড়ে ধর্মতলাতেও। সেখানেও অবরোধ শুরু করে আইএসএফ। আরাবুলকে গ্রেফতারের দাবিও তোলা হয়। এরপরই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ধর্মতলা চত্বর। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। জবাবে লাঠিচার্জ করে পুলিশ। ফাটে কাঁদানে গ্যাসের সেল। গ্রেফতার করা হয় নওশাদ-সহ আরও ১৭ জন আইএসএফ কর্মী-সমর্থককে।