KMC Poll 2021: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলল পুলিশ
কলকাতা পুরভোট (KMC Poll 2021) চলাকালীন সল্টলেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ঘিরে ফেলল পুলিশ। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন বাড়ি ঘিরে ফেলে পুলিশ। রবিবার সল্টলেকের বাড়িতে ১৬ জন বিধায়ককে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন শুভেন্দু। বিকেলে ওই বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী দেখা যায়। তবে কেন হঠাৎ শুভেন্দুর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হল, তা জানা যায়নি। বিজেপি বিধায়কদের বেরোতে না দেওয়ার অভিযোগ উঠেছে।
বিধাননগর, ১৯ ডিসেম্বর: কলকাতা পুরভোট (KMC Poll 2021) চলাকালীন সল্টলেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ঘিরে ফেলল পুলিশ। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। রবিবার সল্টলেকের বাড়িতে ১৬ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসেছিলেন শুভেন্দু। বিকেলে ওই বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। তবে কেন হঠাৎ শুভেন্দুর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে, তা জানা যায়নি। বিধায়কদের বেরোতে না দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।
আজ সল্টলেকের বাড়িতে দলের ১৬ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। আচমকা ওই বাড়ির গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন শুরু হয়। পুলিশ মোতায়েন হতেই জয়প্রকাশ মজুমদার ও অন্য নেতারা বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন। এরপর পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় তাঁর। বাড়ির গেটে পুলিশ মোতায়েন নিয়ে তািনি প্রশ্ন করেন। ফের ভিতরে ঢুকে যান। পুলিশ এখনও বাড়িটি ঘিরে রেখেছে। কাউকে ভিতর থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।
বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "বাংলায় গণতন্ত্র নেই এটা বারবার আমরা বলেছি। এবার সেটাই প্রমাণ হয়ে গেল। আমরা এখন উত্তর ২৪ পরগনায় আছি। কলকাতায় পুরসভার ভোট হচ্ছে। এখানে তো আর ভোট নেই। তাছাড়া ভোটের নামে প্রহসন হয়েছে। সকাল থেকে বোমা পড়ছে। আদালত আমাদের ওপর ভরসা না করে এই পুলিশের ওপর ভরসা করেছে।"