Khardaha Train Accident: ফের রেল দুর্ঘটনা! খড়দহে লেভেল ক্রসিং-এ দাঁড়ানো গাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের, দেখুন ভিডিয়ো

ইতিমধ্যেই এই ঘটনায় রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়।

দুর্ঘটনার মুহূর্ত (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের রেল দুর্ঘটনা (Rail Accident)। লেভেল ক্রসিং-এ দাঁড়ানো গাড়িতে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের (Hazarduari Express)। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লেভেল ক্রসিং-এ দাঁড়ানো দু'টি গাড়ি (Car)। রবিবার রাত ৮.৪০ নাগাদ ঘটনাটি ঘটেছে। খড়দহ (Khardaha) এবং সোদপুর (Sodepur)স্টেশনের মাঝে একটি লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল। অভিযোগ, সেইসময় দু'টি গাড়ি রেললাইনের ওপর উঠে পড়ে। এদিকে ট্রেনের সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় অন্য প্রান্তের গেটও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। আর ঠিক সেইসময় খড়দহ স্টেশন ছেড়ে আসছিল লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। ফলে, রেললাইনের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্করপিও গাড়িটিতে ধাক্কা মারে ট্রেনটি। স্করপিও গাড়িটির ধাক্কায় সরে যায় পাশে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিকা গাড়িও। সঙ্গে-সঙ্গে দাঁড়িয়ে যায় ট্রেন। ইন্ডিকা গাড়িটির খুব বেশি ক্ষতি না হলেও,স্করপিওটির একাংশ প্রায় দুমড়েমুচড়ে যায়। ভেঙে যায় পিছনের কাচও। ঘটনায় দু'জন আহত হয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতর। রেলের তরফে দাবি করা হয়েছে, সিগন্যাল না মেনে ঢুকে গিয়েছিল স্করপিও গাড়িটি। অন্যদিকে গাড়ির চালকের দাবি, পুলিশ তাকে ঢোকার অনুমতি দেয়। ইতিমধ্যেই এই ঘটনায় রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়।

দেখুন ভিডিয়ো