Kanchenjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের, আজও বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

এ দিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুনরুদ্ধারের কাজ শেষ হওয়ার পরে আজ, মঙ্গলবার ভোরে তার গন্তব্য স্টেশন, কলকাতার শিয়ালদহে পৌঁছেছে ১৩১৭৪ ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

Sealdah-Kanchanjungha Express Accident (Photo Credits: X)

নয়াদিল্লিঃ সেই অভিশপ্ত সোমবার সকাল। উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে দুর্ঘটনার শিকার ১৩১৭৪ ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express Accident)। যার জেরে আজ, মঙ্গলবারও ভোগান্তিতে যাত্রীরা। বাতিল একাধিক ট্রেন (Train)। উত্তর-পূর্ব রেল (North-East Railway) সূত্রে খবর, আজকের জন্য বাতিল করা হয়েছে (১৫৭১৯)কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (Katihar–Siliguri Intercity Express), (১৫৭২০)শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, (১২০৪২) নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, (১২০৪১) হাওড়া-এনএনএ ,(১৫৭২৪) শিলিগুড়ি-যোগবানী ইন্টারসিটি এক্সপ্রেস। এ ছাড়া ১২৫২৩ নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের সময় পরিবর্তন করে বেলা ১২ টা করা হয়েছে। কাটিহার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শুভেন্দু কুমার চৌধুরী বলেছেন, "রাত থেকে পুনরুদ্ধারের কাজ চলছে। একটি ইঞ্জিনের ট্রেইল, দুটি পণ্যবাহী ট্রেন এবং একটি শতাব্দী এনজেপির অভিমুখে আপলাইন করা হয়েছিল। আধ ঘন্টার মধ্যে ট্রায়ালটি পুনরুদ্ধার করা হবে।" এ দিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুনরুদ্ধারের কাজ শেষ হওয়ার পরে আজ, মঙ্গলবার ভোরে তার গন্তব্য স্টেশন, কলকাতার শিয়ালদহে পৌঁছেছে ১৩১৭৪ ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভোররাত ৩ টে বেজে ১৬ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছয় 'অভিশপ্ত' ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং অন্যান্য রেলকর্তারা। যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় জল ও খাবার। সরকারি বাসে তাঁদের পৌঁছে দেওয়া হয় বাড়িতে।



@endif