Junior Doctors' Hunger Strike: ডাক্তারদের অনশন নিয়ে কোন মাথা ব্যথা নেই মুখ্যমন্ত্রী, ব্যস্ত দুর্গাপুজো নিয়ে, বিস্ফোরক লকেট
প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নিয়ে। অভিযোগ উঠল, অনশনের ১৩ দিন পার হয়ে গেল তাও মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি।
একে একে ১৩ দিন পার। ধর্মতলায় 'আমরণ অনশন'এ (Junior Doctors' Hunger Strike) বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। ৫ অক্টোবর, প্রথম দিন থেকে এখনও অনশনে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, স্নিগ্ধা হাজরা। আজ শুক্রবার ধর্মতলার অনশনমঞ্চ থেকে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নিয়ে। অভিযোগ উঠল, অনশনের ১৩ দিন পার হয়ে গেল তাও মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি।
দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন থেকে শুরু করে বিসর্জনের কার্নিভাল সবেতেই সমহিমায় হাজির ছিলেন মমতা (Mamata Banerjee)। অথচ অনশনকারী জুনিয়র চিকিৎসকদের মঞ্চে একবারের জন্যেও দেখা মেলেনি তাঁর। ক্ষোভ প্রকাশ করে অনশনরত জুনিয়র চিকিৎসক সায়ন্তনীর অভিযোগ, গত ১৩ দিন ধরে তাঁরা কেবলই জল খেয়ে রয়েছেন। গ্লুকোজ কিংবা ওআরএস-ও খাচ্ছেন না। শরীরে বল নেই। কথা বলতেও কষ্ট হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে মেতে রয়েছেন। তাঁদের ১০ দফার দাবি কেন গ্রহণ করা হচ্ছে না। কেন তাঁদের প্রতি এত নিষ্ঠুর হচ্ছেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের করাল গ্রাসে মমতা।
'কুছ পরোয়া নেই মুখ্যমন্ত্রীর'
অভিযোগের একই সুর শোনা গেল প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলায়। অনশনরত জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের ঘিরে বিজেপি নেত্রী বললেন, 'একদিকে দুর্গাপুজোর কার্নিভাল চলছে, অন্যদিকে জুনিয়র চিকিৎসকেরা অনশনে বসে রয়েছেন। মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে ব্যস্ত। চিকিৎসকদের নিয়ে তাঁর কোন মাথা ব্যথা নেই। তাঁর শুধু ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তা।