SSKM Hospital: হস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক জুনিয়র চিকিৎসক, ভর্তি হাসপাতালে
এসএসকেএম হাসপাতালের হস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক চিকিৎসক। জানা যাচ্ছে, মাত্রারিক্ত ঘুমের ও মানসিক রোগের ওষুধ একসঙ্গে সেবন করেছিলেন তিনি।
এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) হস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক চিকিৎসক। জানা যাচ্ছে, মাত্রারিক্ত ঘুমের ও মানসিক রোগের ওষুধ একসঙ্গে সেবন করেছিলেন তিনি। রবিবার হস্টেলের রুম থেকেই তাঁকে রুমমেটরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সিসিইউতে ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক রয়েছে। সেই কারণে আপাতত সে পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কমবেশি ২০টি ওষুধ খেয়েছিলেন ওই জুনিয়র চিকিৎসক। তবে কী কারণে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, অভয়াকাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ছিলেন এই চিকিৎসক। এমনকী এসএসকেএম হাসপাতালের মধ্যেও এই প্রতিবাদ ও থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন তিনি। ফলে এই ঘটনা নিয়ে একাধিক রহস্য ঘণীভূত হচ্ছে। কয়েকদিন আগেই ঝাড়গ্রাম হাসপাতালের এক জুনিয়র চিকিৎসকের রহস্যমৃত্যে হয়েছিল। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়ছিল তাঁর মৃতদেহ। সেক্ষেত্রেও ওই মৃত চিকিৎসক থ্রেট কালচারের প্রতিবাদে সামিল হয়েছিল বলে জানা যায়।