Jagdeep Dhankhar: ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলুন, দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপাল ধনখড়ের
১৫ জুন বিকেলে দিল্লিতে রওনা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়৷ দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা রাজ্যপালের৷
কলকাতা, ১৫ জুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করুন৷ মুখ খুলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়৷ ভোট পরবর্তী হিংসা বন্ধ করে রাজ্যে আইন, শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন৷ দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তাঁর (Mamata Banerjee) কাছে এমনই আবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar )৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল৷
১৫ জুন বিকেলে দিল্লিতে (Delhi) রওনা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়৷ দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা রাজ্যপালের৷ ১৫ জুন দিল্লিতে পৌঁছনোর পর, সেখানে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ১৮ জুন কলকাতায় ফেরার কথা ধনখড়ের৷
প্রসঙ্গত দিল্লিতে রওনা দেওয়ার আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল৷ কলকাতায় রাজভবনের খোলা জায়গায় বসে শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল৷ যা কর্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷